DeviantArt এর মোবাইল অ্যাপে এসেছে নতুন ফিচার

DeviantArt তাদের মোবাইল অ্যাপে যুক্ত করেছে সাইডবার এবং Group ফিচার। এর আগে DeviantArt মোবাইল অ্যাপটির খুব ভাল রিভিউ ছিল না, দেখা যাক আর কি ইম্প্রুভমেন্ট নিয়ে আসে তারা।

প্রতিটি ভিজ্যুয়াল শিল্পীর নিজস্ব শিল্প প্রকাশের একটি সৃজনশীল প্রক্রিয়া থাকে। তবে আজকাল এই ডিজিটাল যুগে প্রায় সবাই নিজেদের কর্ম অনলাইনে শেয়ার করে। বেশির ভাগ শিল্পীরা এখন তাদের শিল্প কর্ম যাদুঘরে সংরক্ষণ করার বদলে অনলাইনে সংরক্ষণ করে। তারা নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম বেছে নেয় এবং তাদের শিল্প অডিয়েন্সদের কাছে তুলে ধরে।

ইন্টারনেটের অন্যতম প্রাচীন আর্ট কমিউনিটি, DeviantArtDeviantArt প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। এর মোবাইল অ্যাপ রিলিজ হয় ২০১৭ সালে। সম্প্রতি মোবাইল অ্যাপে যুক্ত হয়েছে ছোট, কিন্তু তাৎপর্যপূর্ণ ফিচার৷

DeviantArt এর মোবাইল অ্যাপটির ইউজার ইন্টারফেসকে আগের চেয়ে উন্নত করা হয়েছে। ওয়েবসাইটের মত দেয়া হয়েছে সাইডবার। সাইডবাররের মাধ্যমে সহজে এক্সেস করা যাবে হোমপেজে, আপনি যাদের ফলো করেছেন, এবং গ্রুপ গুলোতে।

গ্রুপ গুলোতে এক্সেস করতে পারা নতুন আপডেটের উল্লেখযোগ্য একটি ফিচার৷ এর আগে শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই গ্রুপে এক্সেস করা যেতো। DeviantArt এর গ্রুপ ফিচারটি মোটামুটি ফেসবুক গ্রুপের মতই, যেখানে সমজাতীয় লোকেরা একত্র হয়ে তাদের মধ্যে কমিউনিটি বিল্ড করে।

ইউজাররা, DeviantArt এর মোবাইল ভার্সনের মাধ্যমে My Groups এ ক্লিক করে তাদের গ্রুপ গুলোতে প্রবেশ করতে পারবে। একই সাথে Recommended Groups আপনাকে কিছু গ্রুপ সাজেস্ট করবে। সাইটবারে আপনি গুরুত্বপূর্ণ গ্রুপ গুলো পিন করেও রাখতে পারেন।

আপনি চাইলে Three Dot এ ক্লিক করে রেকোমেন্ডেড গ্রুপ ফিচারটি বাদও দিতে পারেন। আপনি গ্রুপ ভিজিট করলে একই সাথে সাবমিশন এবং Post উভয়ই দেখতে পারবেন।

আপনি যদি কোন শিল্পী, ডিজাইনার বা ফটোগ্রাফার হন তাহলে যুক্ত হতে পারেন এই কমিউনিটিতে। DeviantArt কমিউনিটি শুরুর দিকে এতটা প্রাণবন্ত না থাকলেও, বিগত কয়েক বছর ধরে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই সময় গুলোতে বেশি পরিমাণে ইউজার প্রবেশ করছে DeviantArt কমিউনিটিতে।

এই জাতীয় একটি সক্রিয় ইউজারবেসের সাথে, DeviantArt এর মোবাইল অ্যাপটি উন্নত করা বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে, App Store এর র‍্যাটিং 2.6 / 5.0 এবং Google Play তে 3.2 / 5.0।

-
টেকটিউনস টেকবুম - ১৪ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস