CBS All Access কিছু Apple Tv তে আর কাজ করবে না। জানা গেছে এই সার্ভিসটি Paramount+ নামে নতুন করে ব্র্যান্ডিং করা হলে এটি আর কিছু ডিভাইসে কাজ করবে না।
CBS All Access শীগ্রই Paramount+ হয়ে যাবে তাই Apple Tv এর দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের ভার্সন গুলোতে সার্ভিসটি আর এভেইলেবল থাকবে না। কারণ হচ্ছে সেই ডিভাইস গুলোর CBS All Access অ্যাপ আর আপডেট হবে না।
MacRumors এ রিপোর্ট করা হয়েছে, যারা দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভিতে CBS All Access অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেস করবেন তারা এখন একটি মেসেজ দেখতে পাবেন। মেসেজে ব্যাখ্যা করা হবে, ৪ মার্চ থেকে CBS All Access, উল্লেখিত ডিভাইস গুলোতে এক্সেস করা যাবে না, কারণ এটি Paramount+ এ পরিণত হবে।
তবে জানা গেছে Apple TV 4K, Apple TV HD, iPhone, অথবা iPad এর মত ডিভাইস গুলোতে এই Paramount+ সার্ভিসটি সাপোর্ট করবে। তাছাড়া যেকোনো iOS ডিভাইস থেকে Paramount+ অ্যাপটি AirPlay এর মাধ্যমে পুরনো অ্যাপল টিভিতে ব্যবহার করা যাবে।
কোম্পানিটি তাদের সার্ভিসের নামে পরিবর্তন করছে কারণ তারা বিশ্বাস করে Paramount+ নামটি বেশি সামঞ্জস্যপূর্ণ হবে। একই সাথে কোম্পানি জানিয়েছে নতুন ব্র্যান্ড হবার সাথে সাথে প্ল্যাটফর্মটিতে একাধিক অরিজিনাল কন্টেন্টও আনা হবে।
কিছু দিন আগেই শুনা গিয়েছিল YouTube ও আর পুরনো অ্যাপল টিভিতে সাপোর্ট করবে না। সুতরাং ইউজারদের উচিত তাদের ডিভাইস গুলো আপগ্রেড করা।
-
টেকটিউনস টেকবুম - ১৪ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।