Google Photo ইউজারদের জন্য গুগল নিয়ে এসেছে এডভান্সড ভিডিও এডিটর

Google Photo ইউজারদের জন্য গুগল নিয়ে এসেছে এডভান্সড ভিডিও এডিটর। ইউজাররা এখন ভিডিও এডিটিং এর জন্য পাবে চমৎকার সব টুল।

গুগল সম্প্রতি তাদের The Keyword ব্লগে ঘোষণা দিয়েছে, গুগল সবসময় Google Photo কে উন্নত করে চলেছে। সংস্থাটি তার ফটো পরিষেবায় একটি নতুন ভিডিও এডিটর রোল আউট করছে। এডিটরে এমন ফিচার থাকবে যা আগে মোবাইলে ইউজাররা পায় নি।

তার মানে ইউজাররা ভিডিও এডিটর টুলে অনেক সময় ব্যয় না করেই সহজেই মোবাইলে ভিডিও দেখে এডিট করতে পারবে৷ এখন ভিডিও এডিটিং এর জন্য এক্সপার্ট লেভেলের এডিট শিখতে হবে না।

অন্য ভিডিও এডিটিং সফটওয়্যারের মত, গুগলের ভিডিও এডিটরে অবশ্যই, Trimming, Stabilizing, এবং Rotating এর মত সুবিধা গুলো পাবেন৷ এর মাধ্যমে একই সাথে ভিডিও ক্রপ করা যাবে, ভিডিও তে ফিল্টার এড করা যাবে৷ আশা করা যায় এই ফিচার গুলো গুগল ইউজারদের খুশি করতে পারবে।

আপনার ভিডিওকে ভিন্ন এক প্রফেশনাল লুক দিতে, এডিটরে পেয়ে যাবেন Brightness, Contrast, Saturation, এবং Warmth এর মত অপশন। এই অপশনাল গুলো আপনার ভিডিও এর এক্সপোজ গত সমস্যা গুলোর সমাধান করবে, যা সাধারণত স্মার্টফোনে করা যায় না।

গুগল বলছে এর নতুন ভিডিও এডিটরের মধ্যে মোট ৩০ টি আলাদা আলাদা কন্ট্রোল রয়েছে যা বেশিরভাগ মোবাইল ভিডিও এডিটিং টুল গুলোতে আপনি পান। যদি আপনি প্রদত্ত টুল গুলো শিখতে কিছুটা সময় ব্যয় করেন তবে আপনি এমন কিছু ভিডিও তৈরি করে ফেলতে পারবেন যা আগে প্রফেশনাল এডিটরেই সম্ভব ছিল।

তবে গুগলের নতুন এডিটর অবশ্যই Adobe Premiere Pro এর বিকল্প হবে না। আপনি যদি গড়ের চেয়ে ভাল দেখায় এমন সোশ্যাল মিডিয়া ভিডিও তৈরি করতে চান তবে এই নতুন এডিটরটি আপনার প্রয়োজন পূরণ করবে।

ভিডিও এডিটরের রোলআউট প্রসঙ্গে, গুগল বলেছে এটি ইতিমধ্যে iOS, Google Photo অ্যাপে এভেইলেবল আছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছেও চলে আসবে। প্রথমে iOS এ রিলিজ করার বিষয়টি যদিও কিছু অবাক করার মত, তবে এটি জেনে রাখা ভাল যে সমস্ত গুগল ফটো ব্যবহারকারী শীঘ্রই নতুন ফিচারটি পেতে যাচ্ছে।

-
টেকটিউনস টেকবুম - ১৪ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস