Spotify এ আসতে যাচ্ছে Live Lyrics ফিচার

Spotify তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে যাচ্ছে Live Lyrics ফিচার৷ ইউজাররা চাইলে তাদের ফেভারিট মিউজিক গুলোর সাথে গান গাইতে পারবে এই ফিচার ব্যবহার করে৷

আপনি যদি Spotify এর মিউজিক গুলোর সাথে গান গাইতে পছন্দ করেন এবং প্রায়ই Lyrics ভুলে যান, তাহলে আপনার জন্য ভাল খবর হচ্ছে, Spotify এ আসছে Live Lyrics ফিচার। ফিচারটি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পরীক্ষা করে দেখা হচ্ছে।

আপনি যদি এখন যুক্তরাষ্ট্রে অবস্থা করে থাকেন এবং Spotify অ্যাপে মিউজিকের সাথে Lyrics শো করে তাহলে বুঝে নেবেন, Lyrics সরবারহ করছে অন্যতম মিউজিক ডেটা কোম্পানি Musixmatch

এই ফিচারটি পরীক্ষামূলক ভাবে অ্যাপে রয়েছে, Spotify যাচাই বাছাই করছে এটি ইউজারদের জন্য কতটা কার্যকরী হতে পারে। তবে অনেক আগে থেকে Spotify ইউজাররা রিকুয়েস্ট করছিল যেন অ্যাপটিতে Lyrics ফিচারটি এড করা হয়৷

Engadget, এর একটি ইমেইলে Spotify এর মুখপাত্র জানিয়েছে, "আমরা নিশ্চিত করতে পারি যে আমরা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকটি নির্বাচিত ব্যবহারকারীর কাছে আমাদের Lyrics ফিচারটি পরীক্ষা করছে, আমরা আমাদের ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার প্রয়াসে নিয়মিতভাবে কয়েকটি পরীক্ষা করি। এই পরীক্ষাগুলির মাধ্যমে আমরা ইউজারদের অভিজ্ঞতা আরও উন্নত করার চেষ্টা করছি। এছাড়া এই মুহূর্তে আমাদের কাছে শেয়ার করার মত আর কোন তথ্য নেই"।

তবে রিয়েল-টাইম লিরিক্স Spotify এর জন্য নতুন ফিচার নয়। কারণ এটি ২০২০ সালের জুন থেকে ব্রাজিল, মেক্সিকো, ভারত এবং সিঙ্গাপুরের মতো দেশে পাওয়া যায়।

আসলে, এর অনেক আগে Spotify এর এই ফিচারটি বিশ্বব্যাপী এভেইলেবল ছিল। Musixmatch এর সাথে পার্টনারশিপের ফলে এই ফিচারটি আগেই তাদের ছিল, কিন্তু তাদের মধ্যকার চুক্তি শেষ হয়ে গেলে ফিচারটি চলে যায়।

তারপরে Spotify, Genius এর সাথে চুক্তি করে "Behind the Lyrics" নামে নতুন ফিচার নিয়ে আসে। Behind the Lyrics ফিচারটির মাধ্যমে গানের সাথে সম্পর্কিত বিভিন্ন মজার ঘটনা তুলে ধরা হতো।

Engadget, রিপোর্ট করেছে Live Lyrics ফিচারটি চলে আসলে, Spotify থেকে Behind the Lyrics ফিচারটি সরিয়ে ফেলা হবে।

বলা যায় Spotify এর এই ফিচারটি চলে আসলে, বিশ্বব্যাপী ইউজাররা মিউজিকের সাথে সাথে লিরিক্স পেয়ে যাবে, লিরিক্সের জন্য আলাদা ওয়েবসাইটে যেতে হবে না।

-
টেকটিউনস টেকবুম - ১৪ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস