Microsoft Teams এর পেইড সার্ভিসে আসতে যাচ্ছে Webinar

জানা গেছে Microsoft Teams এর একটি পেইড সার্ভিসে আসতে যাচ্ছে Webinar হোস্ট সুবিধা।

Teams Pro নামে একটি নতুন সাবস্ক্রিপশন সার্ভিস নিয়ে কাজ করছে মাইক্রোসফট। সার্ভিসটি মাইক্রোসফটের প্রোডাক্টিভিটি সার্ভিসকে আরও বাড়াতে সাহায্য করবে।

আপনি যদি Microsoft Teams এ Webinar হোস্ট করতে চান তাহলে আপনার জন্য খুশির সংবাদ হচ্ছে, এটি আপনি শীঘ্রই করতে পারবেন। তবে আপনাকে প্রথমে অর্থ প্রদান করতে হবে। সফটওয়্যার সংস্থা Teams Pro, নামে একটি সাবস্ক্রিপশন সার্ভিসের জন্য পরিকল্পনা প্রকাশ করেছে যা সদস্যদের টিমের সাথে Webinar হোস্ট করার অনুমতি দেবে।

Petri এ সর্বপ্রথম এই ফিচারের সংবাদটি ছড়িয়ে পড়ে। সংবাদে জানা যায় মাইক্রোসফট Teams Pro নামে একটি নতুন সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা প্রকাশের পরিকল্পনা করছে। যা আপনি কীভাবে Teams ব্যবহার করেন তা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। পরিষেবাটি বর্তমানে মার্চ 2021 এর মধ্যবর্তী সময়ে প্রকাশের জন্য নির্ধারিত করা হয়েছে।

Teams Pro এর দাম কত হবে তা পরিষ্কার নয়, তবে আমরা জানি Pro গ্রাহকরা ওয়েবিনার তৈরি করার ক্ষমতা অর্জন করবেন। যেহেতু মাইক্রোসফট মহামারী দ্বারা ক্ষতিগ্রস্ত বিশ্বে নতুন একটি পরিচয় লাভ করেছে, সুতরাং এই পরিচয় তাদের আরও অর্থ উপার্জনের পথ খুলে দিতে পারে৷

আরও শুনা গেছে মাইক্রোসফট তাদের Microsoft Teams এ "Meeting Intelligence" ফিচারও নিয়ে আসতে যাচ্ছে। যদিও এখনো জানা যায় নি এই ফিচারটির কাজ কি হবে৷

মাইক্রোসফট  তাদের Teams Pro জন্য কী পরিকল্পনা করছে সে সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায় নি। তবে, আমরা জানি Webinar এই সাবস্ক্রিপশন পরিকল্পনার অংশ৷ যাই হোক এ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে।

আপনি যদি বাড়ি থেকে কাজ করে থাকেন এবং আপনার নিজের ব্যবসা শুরু করার চিন্তা থাকে, তবে Webinar আপনার উদ্দেশ্য বাস্তবায়নের অন্যতম একটি উপায় হতে পারে।

মূলত  মাইক্রোসফট তাদের Microsoft Teams, কে বিশ্বের নাম্বার ওয়ান রিমোট ওয়ার্কিং অ্যাপ হিসেবে দেখতে চাচ্ছে। ইতিমধ্যে তারা একাধিক ফিচারের ঘোষণা দিয়েছে এবং তাদের অ্যাপে অনেক গুলো ফিচার নিয়ে এসেছে।

বেশ কিছু দিন আগে জানা এমন কিছু ফিচারের মধ্যে ছিল, Gallery View এবং Together Mode যেখানে  ইউজাররা মিটিং করার সময় ক্রোম এবং Edge ব্রাউজারে তাদের লেআউট Together Mode এবং Gallery View এ পরিবর্তিত করতে পারবে। Together Mode মুডে সবার ওয়েবক্যাম সিন এক দৃশ্যে নিয়ে আসা হবে এবং Gallery View এ ৪৯ জনকে এক সাথে দেখা যাবে। আরও আসতে যাচ্ছে  লাইভ রিয়েকশন ফিচার।

-
টেকটিউনস টেকবুম - ১৩ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস