Pinterest কে কিনতে চাচ্ছে মাইক্রোসফট

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

কিছুদিন আগে জানা গিয়েছিল মাইক্রোসফট কেনার চেষ্টা করছে, Pinterest কে, যদিও এখন চুক্তিটি বন্ধ আছে। তবে যদি অধিগ্রহণটি হতো তাহলে এটিই ছিল মাইক্রোসফটের এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি।

মাইক্রোসফট সাম্প্রতিক সময়ে Pinterest এর কাছে একটি সম্ভাব্য টেকওভার চুক্তির বিষয়ে যোগাযোগ করেছিল। তবে এখন আলোচনাটি সক্রিয় নয়। যে স্ক্যালে মাইক্রোসফট, কোম্পানিটিকে কিনে নিতে চেয়েছিল, ধারণা করা যায় নিজেদেরকে আরও বড় কোম্পানি হিসেবে দেখতে চাচ্ছে মাইক্রোসফট।

Financial Times এর রিপোর্ট অনুসারে, মাইক্রোসফট বিশ্বের বৃহত্তম পিনবোর্ড Pinterest কেনার চেষ্টা করেছিল। Pinterest এর বর্তমানে মূল্য প্রায় ৫১ বিলিয়ন ডলার। লকডাউনের সময় লোকেরা অনলাইনে বেশি এক্টিভ থাকায়, COVID-19 মহামারী জুড়ে এর বাজার মূল্য ৬০০ শতাংশেরও বেশি বেড়েছে।

গত ১১ ফেব্রুয়ারী মার্কেট খোলার আগেই সম্ভাব্য টেকওভার ডিলের সংবাদ, Pinterest এর শেয়ার আরও ৭% বাড়িয়েছে।

এই পদক্ষেপটি মাইক্রোসফটের বড় প্রযুক্তি অধিগ্রহণের মধ্যে অন্যতম হবে। এর আগে ২০১৬ সালে মাইক্রোসফট LinkedIn কে কিনেছিল ২৬ বিলিয়ন ডলার দিয়ে এবং ২০১৮ সালে GitHub কে কিনেছিল ৭.৫ বিলিয়ন ডলার দিয়ে।

তাছাড়া ২০১৪ সালে মাইক্রোসফ্ট Minecraft কে কিনে নেয় ২.৫ বিলিয়ন ডলার দিয়ে। একই সাথে 7.5 বিলিয়নের বিনিময়ে ZeniMax কে অধিগ্রহণের কাজ চলছে। ZeniMax হল Bethesda Softworks, id Software, Alpha Dog Games, এবং Tango Gameworks এর মত কোম্পানি গুলোর প্যারেন্ট কোম্পানি৷ এছাড়া কয়েক মাস আগে কোম্পানিটি TikTok অধিগ্রহণে ব্যর্থ হয়েছিল।

যদি Pinterest চুক্তিটি এগিয়ে যায়, বা প্রকৃতপক্ষে পরবর্তী তারিখে চূড়ান্ত হয় তবে এটি মাইক্রোসফ্টের এখন পর্যন্ত বৃহত্তম অধিগ্রহণে পরিণত হবে।

মাইক্রোসফট তার সাম্রাজ্য আরও প্রসারিত করতে চায়। COVID-19 মহামারী শুরুর পর থেকে এর নিজস্ব স্টক প্রায় ৮০ শতাংশ বেড়েছে এবং সম্প্রতি এর রেকর্ড ব্রেকিং মুনাফা প্রকাশ পেয়েছে।

Pinterest এর মত অন্য প্ল্যাটফর্মের অধিগ্রহণটি হবে মাইক্রোসফটের অন্যান্য পরিষেবার জন্য ডেটা টিকিট। LinkedIn এর মতো প্ল্যাটফর্মগুলির দ্বারা উৎপন্ন ডেটা দিয়ে ইতিমধ্যে মাইক্রোসফট তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ট্রেনিং দিচ্ছে। Pinterest এর মত অনলাইন সার্ভিস গুলো যদি লাভ করা যায় তাহলে মাইক্রোসফট, তাদের Azure এর মত সার্ভিস গুলোকে আরও এগিয়ে নিতে পারবে।

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে যে, দুটি টেক প্রযুক্তি সংস্থার মধ্যে এত বড় একীকরণের আলাপ প্রেসিডেন্ট বিডেনের প্রশাসনকেও পরীক্ষার দিকে ঠেলে দেবে।

-
টেকটিউনস টেকবুম - ১৩ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস