Clubhouse এর মত অ্যাপ তৈরি করছে ফেসবুক

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Clubhouse এর সাথে প্রতিযোগিতা করার জন্য নতুন একটি অ্যাপ নিয়ে কাজ করছে ফেসবুক। ফেসবুকের এমন কপিক্যাট সিদ্ধান্ত নতুন নয় তবে এবারের ভিক্টিম হতে যাচ্ছে Clubhouse।

ফেসবুককে আমরা আমাদের জীবনের একটি পার্ট বানিয়ে ফেলেছি৷ গত ১৭ বছর যাবত সোশ্যাল মিডিয়া মার্কেটে রাজত্ব করছে এই ফেসবুক, তবে নিজেদের কয়টি ইউনিক ফিচার রয়েছে এতে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তাছাড়া সম্প্রতি বছর গুলোতে ফেসবুক তাদের প্ল্যাটফর্মে যত গুলো নতুন ফিচার এনেছে সব গুলোই ছিল অন্য প্লাটফর্মের ফিচার৷ একাধিক প্রতিবেদন বলছে ফেসবুক অসংখ্য বার অন্য সোশ্যাল মিডিয়াকে কপি করেছে।

The New York Times এর মতে, ফেসবুক Clubhouse এর সাথে প্রতিযোগিতা করার জন্য একটি অডিও কেন্দ্রিক সামাজিক নেটওয়ার্ক তৈরিতে কাজ করছে। Clubhouse একটি ভয়েস চ্যাট সোশ্যাল মিডিয়া যা মাত্র ২ বছর আগে চালু হয়েছিল।

কবে নাগাত ফেসবুক Clubhouse অ্যাপ নিয়ে আসবে সে সম্পর্কে এখনো জানা যায় নি৷ ফেসবুক তাদের সেই প্রজেক্টের কোডনেম দিয়েছে Fireside। জানা গেছে এখনো প্রজেক্টটি ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে।

ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ অডিও যোগাযোগে আগ্রহী হয়েছেন বলে একটি অজ্ঞাতপরিচয় সূত্র জানিয়েছে। তবে এটা বেশ অস্পষ্ট।

আপনি যদি এর আগে কখনো Clubhouse এর নাম না শুনে থাকেন তাহলে জেনে নিন, Clubhouse হচ্ছে একটি নতুন ধরনের সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় ভয়েস চ্যাটের মাধ্যমে যোগাযোগ হয়। ইউজারকে Clubhouse এ জয়েন হতে হলে আগে, বিদ্যমান কোন ইউজারের ইনভাইটেশন লাগে।

App Store এ Clubhouse নিজেদেরকে একটি অডিও সোশ্যাল মিডিয়া নামে পরিচয় দিয়েছে৷ এটিকে আপনি Skype অথবা Zoom এর মত ভাবতে পারেন, তবে এখানে ভিডিও এর কোন ব্যবস্থা নেই। শুধু মাত্র অডিও এর উদ্দেশ্যই এটি তৈরি।

ফেসবুক এর আগেও অনেক ছোট ছোট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কিনে নিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ওকুলাস কিনেছিল যখন তারা স্টার্ট-আপ কোম্পানি ছিল। একই সাথে তারা ২০১৩ সালে ৩ বিলিয়ন ডলারের বিনিময়ে স্ন্যাপচ্যাট কেনার চেষ্টা করেছিলেন, তবে তারা ব্যর্থ হয়৷

ফেসবুক আগে থেকেই অন্য সোশ্যাল মিডিয়া থেকে কপি করে নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে এসেছে একাধিক ফিচার৷ যেমন তারা ২০১৩ সালে স্ন্যাপচ্যাটকে কিনতে ব্যর্থ হয়ে নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আসে স্টোরি ফিচার।

-
টেকটিউনস টেকবুম - ১৩ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস