Typos ঠিক করতে AI ব্যবহার করবে Microsoft Bing

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি জানা গেছে ইউজারদের Typos ঠিক করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে Microsoft Bing। তার মানে সফটওয়্যার জায়েন্ট মাইক্রোসফট, মেশিন লার্নিং এর মাধ্যমে, আপনি যা লিখতে চাচ্ছেন সেটা আগেই আন্দাজ করে ফেলবে।

সার্চ ইঞ্জিনে একটি সিঙ্গেল ওয়ার্ড ভুল করলে অসংখ্য অপ্রাসঙ্গিক রেজাল্ট আসতে পারে। আর এই সমস্যা সমাধানে মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিনে Speller100 নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক Spelling Checker ব্যবহার করবে।

মাইক্রোসফট তাদের ব্লগে Speller100 কে ঘোষণা করেছে। মাইক্রোসফট জানিয়েছে প্রথম বারেই ওয়ার্ডটি সঠিক হওয়া উচিৎ, সেটা এক্সিডেন্টলি Typos বা বানান সংক্রান্ত ভুল হলেও। একজন ইউজার যখন সার্চ ইঞ্জিনে কোন কিছু সার্চ দিয়ে Typos করে এবং সার্চ ইঞ্জিন এটা বুঝতে না পারে, তাহলে অপ্রাসঙ্গিক রেজাল্ট আসার সম্ভাবনা বেড়ে যায়। সার্চ ইঞ্জিন গুলো ভুল করে অন্য তথ্য প্রদর্শন করতে পারে৷ দুর্ভাগ্যবশত এই ধরনের ভুলের কারণে সার্চ ইঞ্জিন গুলো ইউজারদের ভুল তথ্যের দিকেও ধাবিত করতে পারে।

মাইক্রোসফট  এই সমস্যাটি সমাধানের লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ারড Speller100 নিয়ে আসছে যা আপনার সার্চ কুয়েরি দুইবার চেক করবে। আপনি খেয়াল করে দেখবেন গুগল সার্চে কোন কিছু সার্চ দেবার সময় ভুল করলে, ছোট করে সঠিক ওয়ার্ড গুলোর সাজেশন আসে।

Speller100 একই ভাবে গুগলের মতই কাজ করবে তবে ইউজাররা এখনে বোনাস হিসেবে ১০০ টি বিভিন্ন ভাষার সাপোর্ট পাবে। Speller100, ইউজারের প্রত্যাশা পূরণে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে।

মাইক্রোসফট বিশ্বাস করে এটি ইউজারদের সার্চ অভিজ্ঞতা চমৎকার করতে সাহায্য করবে। মাইক্রোসফট দেখেছে ১৫% এর মত সার্চ কুয়েরি গুলোতে এই ধরনের ভুল কর থাকে ইউজাররা।

আপনি যদি তারাহুরো করে সার্চ দিতে যান, আপনার আঙুল গুলো যদি সব সময় ছোট খাট বানান ভুল করতে অভ্যস্ত থাকে, তাহলে আপনার জন্যই Bing সার্চ ইঞ্জিনে যুক্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর Speller100।

তাছাড়া আপনি যদি অস্ট্রেলিয়ার ইউজার হোন তাহলে হয়তো কিছুদিন পর থেকে আপনাকে Bing সার্চ ইঞ্জিনটিই ব্যবহার করতে হবে, কারণ গুগল দেশটিকে হুমকি দিয়েছে তারা তাদের সার্চ ইঞ্জিন সরিয়ে নেবে। এখানে উল্লেখ্য, অস্ট্রেলিয়া সরকারের নতুন আইনের চরম বিরোধিতা করে গুগল এবং ফেসবুকগুগল হুমকি দেয় নতুন আইনটি কার্যকর করা হলে তারা অস্ট্রেলিয়ায় কোন সার্চ সার্ভিস প্রদান করবে না।

-
টেকটিউনস টেকবুম - ১৩ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস