জানা গেছে Apple Map এ আসতে যাচ্ছে Waze অ্যাপ এর মত রিপোর্টিং ফিচার৷ এখন আপনি Apple Map এ এক্সিডেন্ট, স্পীড চেক, ইত্যাদি রিপোর্ট করতে পারবেন এর আগে একই সার্ভিস CarPlay এবং Siri তে এভেইলেবল ছিল।
অ্যাপল এর iOS 14.5 আপডেটে Apple Map অ্যাপ পাবে Waze এবং Google Maps এত মত ফিচার৷ আপডেটটি পাবলিকলি প্রকাশিত হলে ইউজাররা পথ চলতে বিভিন্ন ধরনের আপডেট দিতে পারবে।
আপডেটটি এনেভল হলে ইউজাররা ম্যাপে ঢুকে এই ধরনের একটি ফ্ল্যাশ স্ক্রিন পাবে৷ এটি সম্পূর্ণ একটি নতুন ফিচার যা এর ভার্সন গুলোতে এভেইলেবল ছিল না।
Reddit এর একজন ইউজার এই ফিচারটি প্রথম লক্ষ্য করেছে। জানা গেছে এই ফিচারটি পেতে হলে ইউজারকে অবশ্যই iOS 14.5 অথবা iPadOS 14.5 ভার্সন থাকতে হবে। এখনো এই আপডেটটি অ্যাপল এর রেজিস্টার ডেভেলপার এবং বেটা ইউজারদের দ্বারা পরীক্ষা করা হচ্ছে।
প্রতিদ্বন্দ্বী ম্যাপিং অ্যাপ এগুলোতে বেশ কয়েক বছর ধরে Accidents, Speed Traps, Hazards এবং অন্যান্য রিপোর্ট ফিচার গুলো রয়েছে। গুগল ম্যাপে ব্যবহারকারীরা দুর্ঘটনা, ঝুঁকি এবং স্পিড চেকের বাইরেও অতিরিক্ত ট্র্যাফিক রিপোর্ট করতে পারে। উদাহরণস্বরূপ, গুগল ম্যাপ আপনাকে রাস্তায় ক্র্যাশ, লেন বন্ধ, স্থবির যানবাহন, কন্সট্রাকশন ইত্যাদি তথ্য দেয়। আরেকটি GPS সার্ভিস Waze, আপনাকে রাস্তা বন্ধ, পুলিশ, কন্সট্রাকশন এবং আরও অনেক কিছুর প্রতিবেদন দিতে পারে।
আর ম্যাপ সার্ভিসকে কার্যকর করতে অ্যাপল তাদের সিস্টেমেও একই সেবা চালু করতে যাচ্ছে। তবে অ্যাপল এখনো তাদের এই সেবা কিভাবে কাজ করবে তার বিস্তারিত কোন তথ্য দেয় নি।
-
টেকটিউনস টেকবুম - ১৩ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।