Microsoft Teams এর মিটিং অর্গানাইজার এখন চাইলে যেকোনো একজন পার্টিসিপ্যান্ট এর ভিডিও অথবা সকল পার্টিসিপ্যান্টদের ভিডিও ফিড থেকে ডিজেবল করতে পারবে।
কখনো কখনো আমরা যখন কোন মিটিং Microsoft Teams এ হোস্ট করি তখন কিছু কিছু পার্টিসিপ্যান্ট এর ভিডিও ম্যানেজ করতে চাই৷ কখনো আমরা সবার ভিডিও ডিজেবল করারও প্রয়োজন বোধ করি। সৌভাগ্যক্রমে আপনি Microsoft Teams এ এই ফিচার পেতে যাচ্ছেন।
Windows Central সম্প্রতি Microsoft Teams এর রোডম্যাপে এমন ফিচারের খবর পেয়েছে। রোডম্যাপ মাইক্রোসফটের এমন একটি ব্যবস্থা, যেখানে নির্দিষ্ট সার্ভিস গুলোতে কোন ফিচার গুলো আসতে যাচ্ছে তা দেখা যায়। সম্প্রতি Microsoft Teams এর রোডম্যাপে এমন একটি ফিচার দেখা যায় যেখানে পার্টিসিপ্যান্টদের ওয়েব ক্যাম ডিজেবল করা যাবে। যদিও এই ফিচারটি এখনো ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে।
মাইক্রোসফট তাদের Microsoft Teams এর রোডম্যাপে নতুন দুটি এন্ট্রি যোগ করেছে, যেখানে সিঙ্গেল পার্টিসিপ্যান্টদের ডিজেবল এবং সকল পার্টিসিপ্যান্টদের ডিজেবলের বিষয়ে আলোচনা করা হয়েছে।
প্রথম এন্ট্রিতে জানা গেছে মাইক্রোসফট, মিটিং হোস্টদের এমন ক্ষমতা দিতে চায় যার মাধ্যমে তারা যেকোনো একজন পার্টিসিপ্যান্টের ক্যামেরা ডিজেবল করতে পারবে। কখনো একজনের ওয়েবক্যামের সমস্যা দেখা দিলে, সবার যাতে সমস্যা না হয় এজন্য এই ফিচারটির কথা ভাবা হচ্ছে।
পরের এন্ট্রিতে দেখা যায় মাইক্রোসফট চাচ্ছে সকল পার্টিসিপ্যান্টদের ভিডিও ডিজেবল করার ক্ষমতাও থাক হোস্টের হাতে।
এখন পর্যন্ত প্রথম ফিচারটি রিলিজ করার ডেট দেয়া হয়েছে এপ্রিলে এবং পরেরটি রিলিজের ডেট দেয়া হয়েছে মে মাসের দিকে।
মূলত মাইক্রোসফট তাদের Microsoft Teams, কে বিশ্বের নাম্বার ওয়ান রিমোট ওয়ার্কিং অ্যাপ হিসেবে দেখতে চাচ্ছে। ইতিমধ্যে তারা একাধিক ফিচারের ঘোষণা দিয়েছে এবং তাদের অ্যাপে অনেক গুলো ফিচার নিয়ে এসেছে।
বেশ কিছু দিন আগে জানা এমন কিছু ফিচারের মধ্যে ছিল, Gallery View এবং Together Mode যেখানে ইউজাররা মিটিং করার সময় ক্রোম এবং Edge ব্রাউজারে তাদের লেআউট Together Mode এবং Gallery View এ পরিবর্তিত করতে পারবে। Together Mode মুডে সবার ওয়েবক্যাম সিন এক দৃশ্যে নিয়ে আসা হবে এবং Gallery View এ ৪৯ জনকে এক সাথে দেখা যাবে। আরও আসতে যাচ্ছে লাইভ রিয়েকশন ফিচার। মাইক্রোসফট LinekdIn এর মধ্যে প্রথম এই ফিচারটির ঘোষণা দেন। মাইক্রোসফট রিমোট এনভায়রনমেন্টে এমন ফিচার নিয়ে আসতে চাইছে যা আগে কেউ আনে নি।
-
টেকটিউনস টেকবুম - ১১ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।