Microsoft Edge ব্যবহারের জন্য ইউজারদের Reward দেবে মাইক্রোসফট। আপনি যদি Microsoft Rewards এর ভক্ত হয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে তাদের ব্রাউজার ব্যবহার করেও অর্জন করতে পারেন আরও বেশি Rewards।
ব্রাউজার মার্কেটে প্রবেশ করতে ২০২০ সালে মাইক্রোসফট নিয়েছে তাদের ক্রোমিয়াম Microsoft Edge৷ ইতিমধ্যে ভাল ইউজার পাবার পরেও কোম্পানিটি চেষ্টা করছে কিভাবে আরও বেশি ইউজারকে এই ব্রাউজার মুখী করা যায়৷
সম্প্রতি onMSFT লক্ষ্য করছে মাইক্রোসফট তাদের Rewards সিস্টেমে কিছুটা পরিবর্তন এনেছে। তারা খেয়াল করছে মাইক্রোসফট, যারা কোন কিছু সার্চ দিতে Bing ব্যবহার করছে তাদের বেশি Rewards দিচ্ছে। বলে রাখা ভাল এই রিওয়ার্ড গুলো দিয়ে ফ্রিতে বিভিন্ন সার্ভিস পাওয়া যায়, যেমন Microsoft Rewards দিয়ে ফ্রিতে Xbox Live Gold নেয়া যায়৷
এর আগে Edge দিয়ে Bing এ সার্চ দিলে ইউজাররা ডেক্সটপ ভার্সনের পেতো ১৫০ পয়েন্ট এবং মোবাইলে পেতো ১০০ পয়েন্ট৷ এখন থেকে যে মেথডই ব্যবহার করুন না কেন আপনি ২০ পয়েন্ট বোনাস পাবেন।
মাইক্রোসফট শুধু মাত্র তাদের Edge ব্রাউজার ব্যবহারের জন্য ২৫০ পয়েন্ট ছেড়ে দিয়েছে। কারণ এখনো অনেক ইউজার Bing সার্চ ইঞ্জিনটি Microsoft Edge ব্রাউজারে ব্যবহার করে৷
আপনিও যদি আগে থেকে Rewards জমাতে থাকেন তাহলে বলব এখন থেকে Edge ব্রাউজার ব্যবহার করে Bing এ সার্চ দিন।
ক্রোমিয়াম Edge বাজারে নিয়ে এসে মাইক্রোসফট প্রথম বারের মত যুক্ত ব্রাউজার প্রতিদ্বন্দ্বিতায়। এখনি ব্রাউজার মার্কেটের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে অনেক পরে আসা Microsoft Edge। ইতিমধ্যে মাইক্রোসফট তাদের Edge এর ডেডিকেটেড রোডম্যাপে, ভবিষ্যৎ আপডেট গুলো প্রকাশ করেছে।
আপনাকে বলে রাখা দরকার, আপনি যদি এখনো পুরনো Edge ব্রাউজার নিয়ে পড়ে থাকেন তাহলে এখনি শিফট হয়ে যান ক্রোমিয়াম Microsoft Edge ব্রাউজারে৷ যতই দিন যাচ্ছে ব্রাউজারটি ততই জনপ্রিয় হয়ে উঠছে, বর্তমানে ব্রাউজারটির ইউজার সংখ্যা ৬০০ মিলিয়নেরও বেশি। তাছাড়া খুব শীগ্রই বন্ধ হতে যাচ্ছে পুরনো Edge ব্রাউজার। মাইক্রোসফট জানিয়েছে আসছে March 9, 2021 তারিখ থেকে তারা লিগ্যাসি Microsoft Edge ব্রাউজারকে আর কোন আপডেট দেবে না। ২০২১ সালের ১৩ এপ্রিল, মাইক্রোসফট লিগ্যাসি এজ থেকে আপনাকে চিরতরে মুক্তি দেবে। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি নতুন আপডেট দেবে যার ফলে পুরনো Microsoft Edge ব্রাউজারটি সিস্টেম থেকে মুছে যাবে।
-
টেকটিউনস টেকবুম - ১১ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।