TikTok ওয়াটারমার্ক যুক্ত ভিডিও প্রমোট করবে না Instagram

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি জানা গেছে Instagram, টিকটকে ইতিমধ্যে প্রকাশ করা কোন কন্টেন্ট তাদের Reels এ প্রমোট করবে না। বলা হচ্ছে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক যুক্ত কোন ভিডিওকে Instagram এলগোরিদম প্রমোট করবে না।

TikTok এর মত Instagram এরও একটি ফিচার রয়েছে যেখানে ইউজাররা শর্টফর্ম ভিডিও পাবলিশ করতে পারে যাকে Reels বলা হয় ৷ সম্প্রতি Instagram ঘোষণা করেছে, TikTok এর ওয়াটারমার্ক আছে এমন Reels গুলোকে এলগোরিদম প্ল্যাটফর্ম ব্যাপী প্রচার করবে না।

TikTok বা অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক যুক্ত ভিডিও গুলো এখন Instagram এর Reels এ ডিসকোভার করা ইউজারদের জন্য কঠিন হয়ে পড়বে৷ Instagram তাদের @Creators Instagram একাউন্টে একটি ঘোষণা দিয়েছে। সেখানে তারা Reels এর বেস্ট প্র্যাকটিস কি হতে পারে সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে৷

Instagram সেখানে বলেছে অন্য প্ল্যাটফর্ম থেকে আসা কন্টেন্ট বা ভিডিও গুলোকে এলগোরিদম, ইউজারদের কাছে রেকোমেন্ডেড করবে না৷

গত বছরে TikTok এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় যাবার জন্য Instagram তাদের প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল TikTok এর মত ফিচার৷ একই ধরনের প্ল্যাটফর্ম হবার কারণে ইউজাররা প্রায়ই TikTok এর ভিডিও Reels এ শেয়ার করতো এবং Reels এর ভিডিও TikTok এ শেয়ার করতো। তো বলাই যায় এখন সেই কাজটিকে নিরুৎসাহিত করছে Instagram।

ধারনা করা যায় নিজেদের TikTok থেকেও বেশি জনপ্রিয় করতে চাচ্ছে তারা, তারা চাচ্ছে না TikTok এর ভাইরাল ভিডিও তাদের প্ল্যাটফর্ম জুড়েও ভাইরাল হোক, এবং ওয়াটারমার্ক শো করুক।

Instagram একই সাথে আরেকটি বিষয় পরিষ্কার করেছে, যদি কোন ভিডিও এর নিচে ব্লার কোন কিছু থাকে তাহলেও সেটি এলগোরিদম প্রমোট করবে না। এখানে বলে রাখা ভাল, একমাত্র নির্দিষ্ট এলগোরিদমের জন্যই কিন্তু Reels এর ভিডিও গুলো বিভিন্ন ইউজারদের কাছে পৌছায় এবং রিচ বাড়ে। সুতরাং যদি এই এলগোরিদম কোন ভিডিওকে প্রমোট করে তাহলে সেটি ইউজারদের কাছে পোঁছাবে না।

সুতরাং দেখা যাচ্ছে Instagram এর বেস্ট প্র্যাকটিস TikTok এর ভিডিও Reels এ প্রমোটকে বাধা প্রদান করছে বা হুমকি হয়ে দাঁড়িয়েছে। Reels যেখানে TikTok ভিডিও প্রমোটের কমন প্লেস ছিল সেটা বন্ধ করার ব্যবস্থা করছে Instagram।

যেহেতু প্ল্যাটফর্ম দুটি একে অপরের প্রতিদ্বন্দ্বী সুতরাং Instagram এর এমন পদক্ষেপে অবাক হবার কিছু নেই।

-
টেকটিউনস টেকবুম - ১১ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস