Snapchat এ আসছে Friend Check Up ফিচার

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Snapchat এর Friend Check Up ফিচারের মাধ্যমে এখন সহজেই ক্লিন করতে পারবেন আপনার ফ্রেন্ডলিস্ট। যদি আপনার স্ন্যাপচ্যাট ফ্রেন্ডলিস্ট অপরিচিত ইউজার দিয়ে পূর্ণ হয়ে যায় তাহলে এটি ক্লিন করার এখনি উপযুক্ত সময়।

আপনার ফ্রেন্ডলিস্টে যদি এমন ইউজার থাকে যাদের কখন এড করেছেন আপনার নিজেরও মনে নেই তাহলে, Snapchat আপনার কাজকে সহজ করতে পারে Friend Check Up ফিচারের মাধ্যমে।

Snap Newsroom এর একটি Post নতুন এই ফিচারটিকে হাইলাইট করেছে। জানা গেছে Friend Check Up ফিচারটি Snapchat এ নোটিফিকেশন আকারে আসবে। আপনাকে ফ্রেন্ডলিস্ট রিভিউ করার জন্য আমন্ত্রণ জানানো হবে।

নোটিফিকেশনটিতে বলা হবে, "Snapchat is for Real Friends. Tap to review your friends list"। ট্যাপ করার পর আপনাকে ফ্রেন্ডলিস্টে নিয়ে যাওয়া হবে এবং আপনি প্রয়োজন মত ইউজার সিলেক্ট করতে পারেন রিমুভ করার জন্য।

এই ফিচারটি দেয়ার উদ্দেশ্য হচ্ছে এক্সিডেন্টলি এড হওয়া ফ্রেন্ডদের যেন রিমুভ করা যায়৷ কারণ ভুলে ফ্রেন্ডলিস্টে কেউ থাকলে সহজেই আপনার স্টোরি এবং লোকেশনে এক্সেস পেয়ে যেতে পারে।

Snapchat এর দেয়া তথ্য মতে এই ফিচারটি এন্ড্রয়েড ডিভাইসে আসছে সপ্তাহে এবং iOS ডিভাইসে আসছে মাসের মধ্যে এড করা হবে। তারা আরও জানিয়েছে আপনি সেই ফিচারটির জন্য অপেক্ষা না করে এখনি অপরিচিত ফ্রেন্ডদের ডিলিট করতে পারেন। ফ্রেন্ডলিস্ট থেকে যেকোনো ইউজারকে রিমুভ করতে চাইলে প্রথম আপনার প্রোফাইলে যান, My Friends এ ট্যাব করুন নির্দিষ্ট ইউজারকে কিছুক্ষণ চেপে রাখুন তারপর More এ ট্যাপ করুন এবং Remove Friend এ ক্লিক করুন।

আরও জানা গেছে Snapchat প্ল্যাটফর্মের সেফটি বাড়াতে যুক্তরাষ্ট্রের Connect Safely এবং যুক্তরাজ্যের ChildNet এর সাথে পার্টনারশিপ করতে যাচ্ছে। যার মাধ্যমে ইন্টারনেট সেফটি এবং প্রাইভেসি সংক্রান্ত ফিল্টার সুবিধা পাওয়া যাবে। একই সাথে জানা গেছে Snapchat, Crisis Text Line এর সাথে ইন্টিগ্রেশন বাড়াচ্ছে এবং যুক্তরাজ্যে একই ফিচার চালু করার কথা ভাবছে।

Friend Check Up ফিচারটি মাধ্যমে Snapchat প্রমাণ করতে Snapchat শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কমিউনিকেশনের জন্য, অপরিচিতদের জন্য নয়। প্ল্যাটফর্মটি গর্বিত যে, একে অপরকে জানেনা এমন লোকদের মধ্যে যোগাযোগে উৎসাহ দেয় না।

২০২১ সালে Snapchat এ Friend Check Up ফিচারটিই নতুন নয়, এর আগেও একাধিক ফিচার এনেছে প্ল্যাটফর্মটি।

-
টেকটিউনস টেকবুম - ১১ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস