সম্প্রতি জানা গেছে iOS 14.5 ইউজারদের, Spotify কে ডিফল্ট মিউজিক প্লেয়ার হিসেবে সেট করার সুযোগ দেবে। ইউজারকে চাইলেই Siri কে Spotify থেকে গান প্লে করার জন্য রিকুয়েস্ট করতে পারবে।
পুরো যুক্তরাষ্ট্র জুড়ে Spotify এবং Apple Music দেশটির প্রধান মিউজিক সার্ভিস। আপনি যদি অ্যাপল ইকো-সিস্টেমে থাকতে থাকতে কিছুটা বোরিং হয়ে যান তাহলে এখন থেকে নিতে পারবেন ভিন্ন স্বাদ। অ্যাপল ডিভাইসই সুযোগ দিচ্ছে ডিফল্ট ভাবে ভিন্ন সার্ভিস উপভোগ করার সুযোগ।
এর আগে অ্যাপল এ ডিফল্ট মিউজিক সিস্টেম মানে ছিল Apple Music ৷ তখন Siri এর মত পারসোনাল এসিস্ট্যান্ট সার্ভিসকে কোন মিউজিকের রিকুয়েস্ট করলে, সেটি Apple Music থেকেই গান প্লে করতো। অবস্থাটি বদলে দেবে iOS 14 Beta ভার্সন, এখন ডিফল্ট মিউজিক সার্ভিস হিসেবে Spotify কে সিলেক্ট করা যাবে।
MacRumors, , এর এক Post এ জানা গেছে যারা এই মুহূর্তে iOS 14 এর Beta ভার্সন ব্যবহার করছে তারা এই ফিচারটি ব্যবহার করতে পারবে, এবং ভবিষ্যতে সকলের জন্যও এটি এভেইলেবল করা হবে বলে জানা গেছে৷
জানা গেছে প্রথমবারের মত Siri তে কোন গানের রিকুয়েস্ট করা হলে, ডিফল্ট প্লেয়ার হিসেবে এডিশনাল সার্ভিস এড করা যাবে। সম্প্রতি অ্যাপল তাদের বিভিন্ন সার্ভিসে থার্ডপার্টি সার্ভিস ব্যবহারের সুযোগ দিচ্ছে৷ যেমন এখন অ্যাপলের ইমেইল ক্লায়েন্ট এবং ব্রাউজার ও চেঞ্জ করা যায়।
এর আগেও অ্যাপল তাদের iOS 14 এর জন্য একাধিক ফিচারের ঘোষণা দিয়েছে, যেমন কার্ড ফ্যামিলি শেয়ারিং ফিচার আসছে iOS 14 এ নতুন এই ফিচারটির কোডনেম দেয়া হয়েছে Madison। এই ফিচারটি মাধ্যমে ইউজাররা তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে Apple Card শেয়ার করতে পারবে। ইউজাররা তাদের পরিবারের সদস্যাদের অ্যাপল ব্র্যান্ডের কার্ড ব্যবহার করতে ইনভাইট করতে পারবে, একই সাথে কে কত খরচ করছে সেটিও দেখতে পারবে। এছাড়াও অ্যাপল এই ভার্সনে এনেছে একাধিক সিকিউরিটি প্যাচ।
-
টেকটিউনস টেকবুম - ১১ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।