গেম কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে ম্যাকবুক

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

এখন থেকে গেম কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ম্যাকবুক। জানা গেছে, Controlly নামক একটি অ্যাপ দিয়ে আপনি PlayStation এবং Xbox কন্ট্রোলারের মাধ্যমে ম্যাকবুক পিসি কন্ট্রোল করতে পারবেন।

Hugo Lispector এর ডেভেলপ করা একটি নতুন অ্যাপ হচ্ছে Controlly, যার মাধ্যমে পুরো macOS এর ইউজার ইন্টারফেস, PlayStation এবং Xbox কন্ট্রোলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

যখন আপনি আপনার ম্যাকবুক বা ম্যাক পিসি থেকে দূরে থাকবে ন তখন চাইলেই মাইক্রোসফট অথবা Sony কনসোলের কন্ট্রোলার গুলোকে, রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন।

এই পদ্ধতি আপনি মাউস কন্ট্রোল ছাড়াও আরও কিছু ফিচারের এক্সেস পাবেন। MFi কন্ট্রোলার গুলোও Controlly তে সাপোর্ট করবে৷ MFi কন্ট্রোলার গুলো ব্লুটুথের মাধ্যমে ম্যাক ডিভাইসে কানেক্ট করা যাবে।

Lispector তার নিজস্ব ব্লগে বর্ণনা করেছেন কেন Controlly অন্যান্য Key Mapping টুল গুলো থেকে ভাল। Lispector জানায়, "কী-ম্যাপিং টুল গুলো ব্যবহারকারীকে কন্ট্রোলারের প্রতিটি বোতামকে একটি বর্ণ বা নম্বর কীতে ম্যাপ করতে দেয়। এটি গেমিংয়ের পক্ষে ভাল তবে ম্যাকের জন্য সাধারণ উদ্দেশ্যে যথেষ্ট নয়। এছাড়া এই কী ম্যাপিংটুল গুলো কীবোর্ড শর্টকাটগুলিকে সমর্থন করে না"।

https://twitter.com/hugolispector/status/1358828792626753536?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1358828792626753536%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.muo.com%2Fcontrolly-mac-ps5-xbox-remote%2F

Lispector একই সাথে যুক্ত আছেন El Trackpad তৈরিতেও যা এই মুহূর্তে App Store এভেইলেবল রয়েছে। El Trackpad দারুণ একটি অ্যাপ যা দিয়ে আইফোন এবং আইপ্যাডের মাধ্যমে macOS কন্ট্রোল করা যায়।

Controlly অ্যাপটি ম্যাকের ম্যানুবারে থাকবে এটি ব্যবহার করাও বেশ সহজ। একই সাথে বিভিন্ন কী কাস্টমাইজ করারও অপশন রয়েছে। একই সাথে মিডিয়া, প্লেব্যাক কন্ট্রোল যেমন, play/pause, skip forward/backward, mute, volume up/down এবং brightness up/down সাপোর্ট করে। একই সাথে macOS এর Look Up, Smart Zoom, Mission Control, Launchpad, এবং Mirror Displays এর মত ফাংশন গুলোও বাটনে এড করা যাবে।

Controlly অ্যাপটি বর্তমানে Mac App Store এ এভেইলেবল রয়েছে। Controlly অ্যাপটি সাত দিনের ফ্রি ট্রায়েলে ব্যবহার করা যাবে, ট্রায়েল পিরিয়ড শেষ হলে মাউস ফিচারটি কাজ করবে না। এক কালীন ৩.৯৯ ডলার দিয়ে সকল ফিচার ব্যবহার করা যাবে। Controlly অ্যাপটি ব্যবহারের আগে অবশ্যই আপনার কন্ট্রোলারটি ঠিক মত এড করে নিতে হবে।

-
টেকটিউনস টেকবুম - ১১ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস