Microsoft Teams এ Hand Raise করা যাবে আরও দ্রুত

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি জানা গেছে Microsoft Teams, মিটিং এ Hand Raise করাকে আরও সহজ করতে কাজ করছে  মাইক্রোসফট। কিবোর্ড শর্টকাটের মধ্যমে যাতে আরও দ্রুত এবং সহজে Hand Raise ফিচারটি ব্যবহার করা যায় সেই পরিকল্পনা করছে মাইক্রোসফট।

Microsoft Teams, এ অডিয়েন্সদের দৃষ্টি আকর্ষণ করতে হাত তুলার ফিচারটি থাকলেও, ইউজাররা সহজে এবং দ্রুত সময়ের মধ্যে এটি ব্যবহার করতে পারতো না, আর তাই এই কাজটি সহজ করতেই মাইক্রোসফট ব্যবস্থা নিচ্ছে।

মাইক্রোসফট তাদের Microsoft Teams UserVoice এ এই ফিচারটি নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। যেখানে দেখা গেছে কাজটি আরও সহজ করতে কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হতে পারে।

Teams UserVoice. মাইক্রোসফটের এমন একটি ব্যবস্থা যেখানে ইউজাররা Teams নিয়ে তাদের মতামত, অভিজ্ঞতা প্রকাশ করতে পারে। ইউজাররা জানাতে পারে তারা পরবর্তীতে Teams এ কোন ফিচার চাচ্ছে।

Teams UserVoice এর একটি ফোরামে একজন ইউজার Hand Raise ফিচারটির জন্য একটি কিবোর্ড শর্টকাট দেয়ার অনুরোধ জানায়। মাইক্রোসফট তার থ্রেডে রিপ্লাই দেয় এবং জানায়, আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। Teams ডেস্কটপ উইন্ডোজ এবং ম্যাকের জন্য এই ফিচারটিতে কাজ শুরু করেছে। ভবিষ্যতে ওয়েব ক্লায়েন্টদের উপর কাজ করা হবে। এটি এভেইলেবল হওয়ার সাথে সাথে আমরা আপডেট শেয়ার করব।

রিলিজ হবার তারিখ এখনো শেয়ার না হলেও আশা করা যায় খুব তারাতাড়িই আসছে ফিচারটি। যারা ইতিমধ্যে এই ফিচারটি মিস করছিলেন তাদের জন্য আসলেই এটি সুখবর।

মূলত  মাইক্রোসফট তাদের Microsoft Teams, কে বিশ্বের নাম্বার ওয়ান রিমোট ওয়ার্কিং অ্যাপ হিসেবে দেখতে চাচ্ছে। ইতিমধ্যে তারা একাধিক ফিচারের ঘোষণা দিয়েছে এবং তাদের অ্যাপে অনেক গুলো ফিচার নিয়ে এসেছে।

বেশ কিছু দিন আগে জানা এমন কিছু ফিচারের মধ্যে ছিল, Gallery View এবং Together Mode যেখানে  ইউজাররা মিটিং করার সময় ক্রোম এবং Edge ব্রাউজারে তাদের লেআউট Together Mode এবং Gallery View এ পরিবর্তিত করতে পারবে। Together Mode মুডে সবার ওয়েবক্যাম সিন এক দৃশ্যে নিয়ে আসা হবে এবং Gallery View এ ৪৯ জনকে এক সাথে দেখা যাবে। আরও আসতে যাচ্ছে  লাইভ রিয়েকশন ফিচার।  মাইক্রোসফট LinekdIn এর মধ্যে প্রথম এই ফিচারটির ঘোষণা দেন। মাইক্রোসফট রিমোট এনভায়রনমেন্টে এমন ফিচার নিয়ে আসতে চাইছে যা আগে কেউ আনে নি।

-
টেকটিউনস টেকবুম - ১০ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস