সম্প্রতি জানা গেছে, লিগ্যাসি Microsoft Edge এর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে মাইক্রোসফট।
Microsoft Edge এর লিগ্যাসি ব্রাউজারটি সরিয়ে ফেলার একাধিক ইঙ্গিত পর, শেষ পর্যন্ত কবে নাগাত এটি হবে সেটা জানিয়েছে মাইক্রোসফট। আপনি যদি এখনো Microsoft Edge লিগ্যাসি ব্রাউজারটি ব্যবহার করে থাকেন তাহলে বলতে হবে, আপনার হাতে আর বেশি সময় নেই দ্রুত অন্য ব্রাউজারে মুভ করুন।
সম্প্রতি Tech Community ওয়েবসাইটে ডেডলাইন ঘোষণা ঘোষণা করা হয়েছে লিগ্যাসি Microsoft Edge এর। এই খবরটি অবশ্য অবাক করার মত কিছু না কারণ এর আগেও এটি রিমুভ হবার একাধিক ইঙ্গিত পাওয়া গেছে। কিছু আগের আপডেট ল্যাংগুয়েজ প্যাকের সাপোর্ট দেয়া হয় নি ব্রাউজারটিকে।
ইউজাররা ইতিমধ্যে ধারণা করতে পেরেছিল হয়তো ব্রাউজারটির সময়কাল শেষ হয়ে আসছে, তবে এটা এত তাড়াতাড়ি হবে সেটা কেউ ভাবতে পারে নি। সফটওয়্যার জায়েন্টটি এই ব্রাউজার রিমুভ সম্পর্কে দুটি তারিখ দিয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে আসছে March 9, 2021 তারিখ থেকে তারা লিগ্যাসি Microsoft Edge ব্রাউজারকে আর কোন আপডেট দেবে না। কোন ধরনের সিকিউরিটি আপডেট বা অপশনাল আপডেট পাবে না ব্রাউজারটি।
দ্বিতীয় তারিখটি হচ্ছে ২০২১ সালের ১৩ এপ্রিল, যখন মাইক্রোসফট লিগ্যাসি এজ থেকে আপনাকে চিরতরে মুক্তি দেবে। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি নতুন আপডেট দেবে যার ফলে পুরনো Microsoft Edge ব্রাউজারটি সিস্টেম থেকে মুছে যাবে।
এখানে একটি বিষয় খেয়াল রাখবেন ক্রোমিয়াম Edge কিন্তু মুছা হবে না, এটি মাত্র এক বছর হল মাইক্রোসফট লঞ্চ করেছে। মূলত ক্রোমিয়াম Edge ব্রাউজারকে আসল জায়গায় বসানোর জন্যই মাইক্রোসফট পুরনো Edge কে রিমুভ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আপনি যদি ঠিক মত না চেনেন কোনটা ক্রোমিয়াম Edge আর কোনটা লিগ্যাসি Edge, তাহলে চলুন আপনাকে পরিচয় করিয়ে দেয়া যাক। নীল বক্সের ভেতরে শুধু মাত্র e আইকনের যে ব্রাউজারটি রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফটের পুরনো বা লিগ্যাসি Edge, আর নীল সবুজের মিশ্রণের আইকন যে ব্রাউজারটিতে রয়েছে সেটা হল ক্রোমিয়াম Edge।
আপনি যদি এখনো পুরনো Edge ব্রাউজার নিয়ে পড়ে থাকেন তাহলে এখনি শিফট হয়ে যান ক্রোমিয়াম Microsoft Edge ব্রাউজারে৷ যতই দিন যাচ্ছে ব্রাউজারটি ততই জনপ্রিয় হয়ে উঠছে, বর্তমানে ব্রাউজারটির ইউজার সংখ্যা ৬০০ মিলিয়নেরও বেশি।
-
টেকটিউনস টেকবুম - ১০ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।