WhatsApp এর নতুন প্রাইভেসি পলিসি থেকে মুক্তি চায় ভারত

জানা গেছে WhatsApp এর নতুন প্রাইভেসি পলিসি থেকে মুক্তি পেতে চায় ভারত। ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় জানিয়েছে WhatsApp এর নতুন নীতিগুলি ভারতীয় নাগরিকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। একই সাথে তারা WhatsApp কে এই নীতি বাতিল করতে বলেছে। ফেসবুকের মালিকানাধীন WhatsApp, কিছু দিন আগে প্রাইভেসি সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়ন করলে এমন খবর পাওয়া যায়।

WhatsApp কিছু দিন আগে জানায় ইউজারদের এখন থেকে অ্যাপটি ব্যবহার করতে হলে, ফেসবুকের ডেটা শেয়ার করতে হবে। তারা আরও জানায় ডেটা শেয়ার না করলে ইউজারদের একাউন্ট ডিলিট হয়ে যেতে পারে।

WhatsApp এর এই সিদ্ধান্তকে ব্যাপক ভাবে সমালোচনা করে ব্যবহারকারীরা। অধিকাংশ ব্যবহারকারী বয়কট করতে থাকে WhatsApp কে। মাত্র কয়েকদিন কয়েক বিলিয়ন ইউজাররা অ্যাপটি ছেড়ে বিকল্প মেসেজিং সার্ভিসে চলে যায়।

যদিও WhatsApp বলছে, মে মাসে আপডেটের পরে, মেসেজ গুলো তখনো End to End Encryption প্রক্রিয়ায় পরিচালিত হবে, এবং অ্যাপটিতে ব্যবসায়িক বিষয় পরিচালনা করার জন্য নতুন ফিচার যুক্ত করা হবে। তবে, ফেসবুক এবং অন্যান্য থার্ডপার্টি পরিষেবাগুলি এখনও আপনার আইপি ঠিকানা, ফোন নম্বর এবং মোবাইল ডিভাইসের তথ্যে এক্সেস নেবে।

ভারত WhatsApp এর সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়েছে। Reuters এর একটি প্রতিবেদনে ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় এর একটি ইমেইল প্রকাশ পেয়েছে। মন্ত্রণালয় ইমেইলে লেখেছে, "প্রস্তাবিত পরিবর্তনগুলি ভারতীয় নাগরিকদের পছন্দ এবং স্বায়ত্তশাসনের সাথে জড়িত সম্পর্কে গুরুতর উদ্বেগ জাগায়। সুতরাং, আপনাদের প্রস্তাবিত পরিবর্তনগুলি প্রত্যাহারের আহ্বান জানানো হচ্ছে। "

মন্ত্রণালয় আরও উদ্বেগ প্রকাশ করেছে যে হোয়াটসঅ্যাপ ভারতীয় ব্যবহারকারীদের এই ডেটা শেয়ারিং নীতি থেকে বেরিয়ে আসার কোন সুযোগ নাই, অথচ ইউরোপীয় ইউজাররা চাইলে এই পলিসি অমান্যও করতে পারে।

এদিকে,  WhatsApp এর কয়েক মিলিয়ন ইউজার তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী Signal বা Telegram এ চলে যাবার পর,  WhatsApp ইউজারদের নিশ্চিত করতে চায় যে তারা আপনার প্রাইভেসিকে এখনো শীর্ষ অগ্রাধিকার হিসাবে দেখে। তারা সপ্তাহান্তে একাধিক স্ট্যাটাসের মাধ্যমে এটিই বুঝানোর চেষ্টা করেছে।  The Verge নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ তাদের Privacy Page  কে লিংক করে, তাদের অফিসিয়াল একাউন্ট থেকে একাধিক স্ট্যাটাস শেয়ার করছে।

ভারত হোয়াটসঅ্যাপের অন্যতম বৃহত্তম বাজার, সারা দেশে ৪০০ মিলিয়নেরও বেশি ইউজার আছে এর। সুতরাং ইউজাররা যদি Whatsapp ত্যাগ করা শুরু করে তাহলে এটি WhatsApp এর জন্য ভাল হবে না। সুতরাং WhatsApp এর উচিৎ তাদের নতুন নীতিটি পরিবর্তন করা।

-
টেকটিউনস টেকবুম - ০৯ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস