Microsoft Edge এ এসেছে ভার্টিক্যাল ট্যাব ফিচার

Microsoft Edge এর Dev Channel এ এসেছে ভার্টিক্যাল ট্যাব ফিচার৷ আপনি ক্রোমিয়াম Microsoft Edge এর Insider Build পাবেন নতুন এই ফিচারটি।

ব্রাউজার যুদ্ধে জয়ী হতে মাঠে নেমেছে মাইক্রোসফট। মাইক্রোসফটের Edge ব্রাউজার, ক্রোমিয়ামে নেয়ার পর থেকে তারা এটিতে শ্রম দিয়ে যাচ্ছে। আশার কথা হচ্ছে তারা এখন পর্যন্ত যথেষ্ট সফল। সবার পরে ব্রাউজার বাজারে প্রবেশ করেও এখন ব্রাউজার যুদ্ধের অন্যতম প্রতিযোগী Microsoft Edge।

ভার্টিক্যাল ট্যাব ফিচার আপনার ট্যাব ম্যানেজমেন্ট অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। স্বাভাবিক ভাবে সকল ব্রাউজারে ট্যাব গুলো Horizontally থাকে। ট্যাব গুলোতে Favicon আর ওয়েবসাইটের টাইটেল গুলো দেখা যায়। এবং টাইটেল গুলো দেখে একাধিক ট্যাবে শিফট করা যায়।

কিন্তু সমস্যাটি তৈরি হয় যখন অনেক গুলো ট্যাব ওপেন করা করা হয়, ট্যাবের পরিমাণ বেশি হওয়ায় কোন ট্যাবে কোন ওয়েবসাইট ওপেন আছে সেটা বুঝা মুশকিল হয়ে যায়। ট্যাব বাড়তে থাকলে এক সময় টাইটেল চলে গিয়ে শুধু Favicon গুলো দেখা যায়। আর এই সমস্যাটির সমাধানে মাইক্রোসফট তাদের Microsoft Edge ব্রাউজারে নিয়ে এসেছে ভার্টিক্যাল ট্যাব ফিচার। এখন থেকে ট্যাব গুলো নিচে নিচে প্রদর্শিত হবে বলে, পরিমাণে বেশি হলেও ট্যাব চিনতে অসুবিধা হবে না।

পিসি স্ক্রিনের বামপাশে উপরে নিচে অনেক জায়গা থাকায় এখন ট্যাব গুলো সেখানে প্লেস করা হয়েছে, যাতে করে একটি ট্যাবের পুরো টাইটেল ভাল ভাবেই দেখা যাবে। তাছাড়া ট্যাব বেশি হয়ে গেলে স্ক্রুলের সুবিধা তো থাকছেই। যাই হোক, মানে দাঁড়াচ্ছে ট্যাব গুলো ব্রাউজারের উপর থেকে এখন বাম পাশে চলে আসবে।

আপনি যদি ইন্টারনেটে ব্রাউজ করার সময় প্রচুর ট্যাব ওপেন করেন এবং সেগুলো ম্যানেজ করতে ঝামেলা হয়, তাহলে বলা যায় এই ভার্টিক্যাল ট্যাব আপনাকে দারুণ ভাবে সাহায্য করবে।

কিছু দিন আগেও খবর পাওয়া গিয়েছিল Microsoft Edge এর Collection ফিচারে আসছে নতুন আপডেট, যেখানে Collection ফিচারটি আরও ভাল ভাবে ব্যবহার করা যাবে।

ক্রোমিয়াম Edge বাজারে নিয়ে এসে মাইক্রোসফট প্রথম বারের মত যুক্ত ব্রাউজার প্রতিদ্বন্দ্বিতায়। এখনি ব্রাউজার মার্কেটের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে অনেক পরে আসা Microsoft Edge। ইতিমধ্যে মাইক্রোসফট তাদের Edge এর ডেডিকেটেড রোডম্যাপে, ভবিষ্যৎ আপডেট গুলো প্রকাশ করেছে।

-
টেকটিউনস টেকবুম - ০৯ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস