Nintendo ক্যাপকম গেমকে সম্মান দেখিয়েছে, নিজস্ব Switch Console এবং Pro Controller এ নিয়ে এসেছে Monster Hunter Rise।
আপনি যদি Monster Hunter Rise গেম নিয়ে উচ্ছ্বসিত হন তবে Nintendo এর বিশেষ এডিশনের Switch Console এবং Pro Controller আপনার দিনকে আনন্দময় করে তুলতে পারে।
সম্প্রতি Nintendo একটি টুইটে তাদের একটি স্পেশাল ভার্সনের Switch Console এবং Pro Controller প্রকাশ করেছে, যেখানে লোড করা থাকবে Monster Hunter Rise।
This Monster Hunter Rise #NintendoSwitch bundle (includes download code for #MHRise + Deluxe Kit DLC + bonus content) will be available on 26/03, alongside this special edition Nintendo Switch Pro Controller. pic.twitter.com/38qm3qPZF0
— Nintendo of Europe (@NintendoEurope) January 27, 2021
টুইটে Switch Console এবং Pro Controller দেখা যাচ্ছে, সেখানে আরও দেখা যাচ্ছে বক্স গুলো Monster Hunter Rise প্রিন্ট দিয়ে ডিজাইন করা।
জানা গেছে দুটি ডিভাইসই জাপানে প্রথমে লঞ্চ করা হবে, এখন পর্যন্ত ২৬ মার্চ রিলিজের কথা রয়েছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭০ ডলারের মত।
Nintendo এর ইউরোপের টুইটার একাউন্ট থেকে টুইট করা হয়েছে এবং কানাডায় প্রথম রিলিজ করা হবে বলে টেনশন করার কিছু নাই, বেশ কয়েকটি দেশের রিলিজের পরিকল্পনা রয়েছে তাদের।
Nintendo এখন পর্যন্ত সেই দেশ গুলোতে অফিসিয়ালি ঘোষণা দিলেও, যেহেতু হাতে কিছু দিন রয়েছে সুতরাং বাকি দেশ গুলো নিয়েও ঘোষণা আসতে পারে। তাছাড়া জাপানে ২৭ ফেব্রুয়ারী থেকে ডিভাইস গুলো রিজার্ভেশনের জন্য এভেইলেবল করা হবে।
গেমারদের জন্য আরেকটি সুখবর হচ্ছে সম্প্রতি Amazon নিশ্চিত করেছে তারা নিজস্ব গেমিং স্টুডিও এর মাধ্যমে গেম নিয়ে আসতে থাকবে। গুগল তাদের ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম ক্লোজ করার সিদ্ধান্ত নিলে, এ খবর জানায় Amazon।
-
টেকটিউনস টেকবুম - ০৮ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।