Microsoft Teams, এ আসতে যাচ্ছে লাইভ রিয়েকশন ফিচার। আপনি যদি লাইভ মিটিং এ ভিডিও অন করতে লজ্জা পান তাহলে এখন থেকে Emoji এর মাধ্যমে আপনার রিয়েকশন প্রকাশ করতে পারবেন।
মাইক্রোসফট LinekdIn এর মধ্যে প্রথম এই ফিচারটির ঘোষণা দেন। মাইক্রোসফট রিমোট এনভায়রনমেন্টে এমন ফিচার নিয়ে আসতে চাইছে যা আগে কেউ আনে নি।
মাইক্রোসফট টিমস এর ভাইস প্রেসিডেন্ট Troy Batterberry তার একটি LinekdIn, Post এ লিখেছেন, আমরা অনলাইন মিটিং গুলোতে যে জিনিসটি বেশি মিস করি সেটি হচ্ছে Non-verbal Communication বা অ-মৌখিক যোগাযোগ ব্যবস্থা। রিসার্চ বলছে মানুষের মধ্যকার ৭০%-৯০ % যোগাযোগ হয় অ-মৌখিক ভাবে৷ তাছাড়া ইন-পারসন মিটিং গুলো অ-মৌখিক যোগাযোগ যেমন, হাসাহাসি, হাত তালি ইত্যাদি হয়। কিন্তু অনলাইন মিটিং গুলোতে এটি খুব বেশি দেখা যায় না"।
এই সমস্যার সমাধান করতেই মাইক্রোসফট নিয়ে আসছে দারুণ ফিচার যার মাধ্যমে emoji এর মাধ্যমে মিটিং এ যুক্ত ব্যক্তিরা তাদের অনুভূতি শেয়ার করতে পারবে৷
করোনা মহামারী এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশ্বের অধিকাংশ কোম্পানি তাদের যাবতীয় ব্যবসায়ীক কাজ করছে অনলাইনে। ইন-পারসন মিটিং আর অনলাইন মিটিং এর মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। অনলাইন মিটিং এ মানুষ আগের মত তাদের মনে ভাব প্রকাশ করতে পারছে না।
অনলাইন মিটিং অভিজ্ঞতা আরও উন্নত করতে মাইক্রোসফট তাদের Microsoft Teams নিয়ে আসছে একের এর এক দারুণ সব ফিচার। মাইক্রোসফটের লক্ষ্য এই Teams অ্যাপকে বিশ্বের অন্যতম রিমোট ওয়ার্কিং অ্যাপ হিসেবে তৈরি করা।
এছাড়াও ২০২১ সালে মাইক্রোসফট নিয়ে এসেছে একাধিক ফিচার, প্রথমত, Microsoft Teams, আপ্রোভাল সিস্টেমকে পুনর্নির্মাণ করেছে। এখন আপনি Teams hub এর মধ্যে অনুমোদনের জন্য বলতে পারেন যাতে আপনার কাজ চালিয়ে যাওয়ার আগে, আপনার সহকর্মীদের কাছ থেকে দ্রুত অনুমোদন বা সম্মতি পান।
Microsoft Teams, অফলাইন চ্যাট মেসেজ ফিচার পেয়েছে। ইউজার, ইন্টারনেট সংযোগ চলে গেলেও এখন কনভারসেশনে মেসেজ দিয়ে রাখতে পারবেন এবং কানেকশন ফিরে এলে আগের প্রেরিত মেসেজ সেন্ড হয়ে যাবে। বড় ব্যবসায় প্রতিষ্ঠানের মিটিং এবং আনুষঙ্গিক কাজের জন্যও উপযুক্ত করা হয়েছে Microsoft Teams। Microsoft Teams এর "org-wide teams" এর মাধ্যমে ১০, ০০০ ইউজারের মধ্যে টাস্ক শেয়ার করা যাবে।
-
টেকটিউনস টেকবুম - ০৮ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।