সম্প্রতি জানা গেছে প্রথম অ্যাপল গাড়ি হতে পারে সেলফ ড্রাইভিং রোবোট্যাক্সি। প্রতিবেদন বলছে অ্যাপল তাদের গাড়ি তৈরি করছে "লাস্ট মাইল" এর দিকে ফোকাস করে, যাতে বুঝা যাচ্ছে অ্যাপলের গাড়ি গুলো দিয়ে ফুড ডেলিভারি বা রোবোট্যাক্সির ক্রিয়াকলাপ সম্পাদিত হতে পারে।
বিষয়টির সাথে পরিচিত একটি উৎস CNBC কে জানিয়েছে, "অ্যাপল কার শুরু থেকেই সম্পূর্ণ সেলফ ড্রাইভিং কার হিসাবে ডিজাইন করা হয়েছে। অ্যাপল টিম দ্বারা তৈরি গাড়িটি ড্রাইভারের জন্য ডিজাইন করা হবে না। চালক ছাড়া সব গুলো গাড়ি হবে ইলেকট্রনিক"।
উৎসটি আরও বলে, " প্রথম অ্যাপল গাড়িগুলি ড্রাইভারের জন্য ডিজাইন করা হবে না। গাড়ি গুলো লাস্ট মাইল ফোকাস করে তৈরি করা হবে, এতে অ্যাপল গাড়ি প্রতি বেশি আয় করতে পারবে।
লাস্ট মাইলের দিকে মনোনিবেশ করা বলতে বুঝায়, মানুষ ছাড়া এই গাড়ি গুলো দিয়ে খাদ্য সরবারহ বা রোবোট্যাক্সি অপারেশন গুলো করানো যেতে পারে।
এদিকে জানা গেছে Apple Car তৈরিতে অ্যাপল পার্টনারশিপ করতে যাচ্ছে Hyundai এর সাথে। অ্যাপল তাদের সাথে কাজ করাতে ব্যাপক আগ্রহ প্রকাশ করছে। Hyundai একটি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি যা ইঞ্জিন, ট্রান্সমিশন এবং এমনকি নিজস্ব স্টিল তৈরি করে।
আরও জানা গেছে, Hyundai এর সহায়ক কোম্পানি Kia, এই পার্টনারশিপের মূলে থাকবে, তারাই গাড়ি উৎপাদনে অ্যাপলকে সাহায্য করবে। তারা প্রাথমিক চুক্তি অনুযায়ী প্রতি বছর তারা এক লক্ষ Apple Car তৈরির টার্গেট নিয়েছে। অ্যাপল কিয়ার সাথে সহযোগিতার অংশ হিসাবে চার ট্রিলিয়ন উইন ব্যয় করবে, যা প্রায় ৩.৬ বিলিয়ন ডলারের সমান। Bloomberg দক্ষিণ কোরিয়ার নিউজলেটার Dong-A এর একটি স্থানীয় প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে একটি চূড়ান্ত উৎপাদন চুক্তি হতে পারে দুটি কোম্পানির মধ্যে। প্রতিবেদন বলছে প্রতি বছর Kia এর ৪০০, ০০০ ইউনিট উৎপাদন ক্ষমতা রয়েছে।
অন্য কোম্পানির সাহায্য ছাড়া অ্যাপলের একার পক্ষে তাদের নিজস্ব গাড়ি উৎপাদন সম্ভব না। গাড়ি উৎপাদনের একটি সাপ্লাই চেইন তৈরি করতেই অ্যাপল এর কয়েক বছর সময় লাগবে। বিশেষজ্ঞ বলছে, স্মার্টফোন তৈরি করতে যে পার্টসের দরকার হয়, তারচেয়ে ৪০ থেকে ৫০ গুন বেশি পার্টস লাগবে ইলেক্ট্রনিক কার তৈরি করতে।
যা হোক প্রথম দিকে অন্য কিছুর আশা থাকলেও এখন ইঙ্গিত পাওয়া যাচ্ছে অ্যাপলের প্রথম গাড়ি হাতে পারে রোবোট্যাক্সি এর মত বাহন।
-
টেকটিউনস টেকবুম - ০৭ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।