অ্যাপল তাদের বহুল প্রত্যাশিত Apple Car তৈরিতে নিয়োগ দিয়েছে Porsche Chassis এর সাবেক এক নির্বাহীকে। অ্যাপল গাড়ি তৈরিতে সফল হতে তাদের প্রজেক্টে যুক্ত করেছে Manfred Harrer কে।
অ্যাপল, বিশ্বের অন্যতম জনপ্রিয় কোম্পানি যাকে একক ভাবে স্মার্টফোন কোম্পানি বললে ভুল হবে, যদিও এটি বিশ্বব্যাপী আইফোনের জন্য বিখ্যাত৷ কোম্পানিটি দিনের পর দিন তাদের ব্যবসায়িক শাখা বাড়িয়ে চলেছে৷ দীর্ঘ দিন ধরে শুনা যাচ্ছিল অ্যাপল, ইলেকট্রনিক কার মার্কেটে প্রবেশ করবে। বিভিন্ন প্রতিবেদন, সোর্স থেকে জানা যাচ্ছে অ্যাপল খুব সম্ভবত তাদের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বিজনেস পার্টনার নির্বাচনও শেষ।
অ্যাপল Kia এর সাথে সহযোগিতার অংশ হিসাবে চার ট্রিলিয়ন উইন ব্যয় করবে, যা প্রায় ৩.৬ বিলিয়ন ডলারের সমান। Bloomberg দক্ষিণ কোরিয়ার নিউজলেট Dong-A এর একটি স্থানীয় প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে একটি চূড়ান্ত উৎপাদন চুক্তি হতে পারে দুটি কোম্পানির মধ্যে। প্রতিবেদন বলছে প্রতি বছর Kia এর ৪০০, ০০০ ইউনিট উৎপাদন ক্ষমতা রয়েছে।
Business Insider এর মতে, অ্যাপল ম্যানফ্রেড হেরারকে নিয়োগ দিয়েছে, যিনি পূর্বে Porsche Chassis ডেভেলপমেন্টের প্রধান ছিলেন। MacRumors এর মতে অ্যাপল আশা করছে Manfred Harrer তার দক্ষতা সম্পূর্ণ রূপে কাজে লাগাবে Apple Car তৈরিতে।
এর আগে Manfred Harrer, ১৩ বছর কাজ করে Volkswagen Group এর সাথে এবং গত বছর সেখান থেকে অবসরে যান।
Manfred Harrer, অ্যাপলে যোগদান করেছেন সংবাদটি কেবল এটিই বুঝায় না যে, অ্যাপল প্রভাবশালী নির্বাহীদের নিয়ে Apple Car তৈরি করবে। একই সাথে এটি ইলেকট্রনিক কার এবং সেলফ ড্রাইভিং কার নিয়ে কাজ করারও দিকেও ইঙ্গিত দেয়।
কিছু কিছু রিপোর্ট আগে দাবী করেছিল অ্যাপল শুধু গাড়ি গুলোর সফটওয়্যার পার্ট নিয়ে কাজ করবে, যদিও অ্যাপল অফিসিয়াল ভাবে এর কোন ঘোষণা দেয় নি। তবে অ্যাপল এখন চ্যাসিস ডেভেলপমেন্ট এক্সপার্ট নিয়োগ দেয়াতে, আন্দাজ করা যায় Apple Car এর মুল ডিজাইনের দায়িত্বে তারা থাকবে।
অ্যাপল, গাড়ির ডিজাইনে থাকবে এতে খুব বেশি আশ্চর্য হবার কিছু নেই। অ্যাপল, সর্বোপরি একটি ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড কোম্পানি যা তার পণ্যগুলিকে যতটা সম্ভব উচ্চমান নিশ্চিত করতে কাজ করে, অন্তত দীর্ঘদিন ধরে আমরা এটিই দেখে আসছি।
সর্বশেষতম গুজব থেকে জানা যায় Apple Car বাজারে আসতে পারে ২০২৫ সালের দিকে।
-
টেকটিউনস টেকবুম - ০৭ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।