সম্প্রতি জানা গেছে ইন্সটাগ্রাম TikTok এর মত স্টোরি ফিচার নিয়ে আসতে চাচ্ছে। Instagram নিশ্চিত করেছে যে তারা একটি ভার্টিক্যাল স্টোরি ফিড নিয়ে কাজ করছে। শীঘ্রই, আপনি Instagram এর ভার্টিক্যাল ফিড আকারের স্টোরি গুলো স্ক্রোল করতে পারবেন। ফিচারটি দেখতে TikTok এর মত হবে।
TechCrunch এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইনস্টাগ্রাম নিশ্চিত করেছে যে তারা একটি ভার্টিক্যাল স্টোরি ফিড প্রোটোটাইপ নিয়ে কাজ করছে। তার মানে আপনি কিছু দিন পর থেকে ইনস্ট্রাগ্রমের স্টোরি গুলো বাম বা ডানদিকে সোয়াইপ না করে, ভার্টক্যালি সোয়াইপ করবেন।
ফিচারটি প্রথমে Alessandro Paluzzi নামে একজন মোবাইল ডেভেলপার আবিষ্কার করেন। তিনি টুইটারে তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি তার টুইটে জানান এখন থেকে ইন্সটগ্রামে উপর থেকে নিচে সোয়াইপ করা যাবে৷
TikTok দ্বারা ইন্সটাগ্রাম কতটা অনুপ্রাণিত হয়েছে তার প্রমাণই হচ্ছে ভার্টিক্যাল স্টোরি ফিড৷ TikTok এর সফলতাই নির্ভর করে এই এন্ডলেস ভার্টিক্যাল স্ক্রুলিং এর উপর, খুব সম্ভবত Instagram এটিকে নকল করছে।
তবে যদি ভার্টিক্যাল স্টোরি ফিড ইনস্টাগ্রামে রিলিজ হয় তবে এটি ইনস্টাগ্রামের বিদ্যমান ফিচারের পরিপূরক হবে, কারণ Instagram এর সব কিছু এখন ভার্টিক্যালিই হয়।
সম্প্রতি জানা গেছে Instagram এর আসছে আরেক ফিচার যার মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন ডিলিট করা Post গুলো। Instagram এর Deleted ফিচারটি ব্যবহার করে ইউজাররা ডিলিট হওয়া Post গুলো Review করতে পারবে এবং চাইলে Restore ও করতে পারবে। এই ফিচারটি বিশেষ করে সেই সমস্ত একাউন্ট গুলোর জন্য উপকারে আসবে, যেগুলো সম্প্রতি হ্যাকিং এর শিকার হয়েছিল। বেশির ভাগ ক্ষেত্রেই হ্যাকাররা ভিক্টিমদের Post গুলো মুছে দেয়। আপনি যদি দুর্ঘটনাক্রমে কোন ইনস্টাগ্রাম Post মুছে ফেলেন বা হ্যাকারের শিকার হন, তাহলে হয়তো হারিয়ে যাওয়া কন্টেন্ট গুলো ফিরিয়ে আনতে চাইবেন। এই ইউজারদের এই সমস্যাটি মাথায় রেখেই ইনস্টাগ্রাম নতুন ফিচারটি প্রকাশ করেছে। ইনস্টাগ্রাম তাদের অফিসিয়াল ব্লগে এই ফিচারটি সম্পর্কে ইউজারদের অবহিত করেছেন।
TikTok এর আকাশ ছোয়া জনপ্রিয়তায় এর ইউনিক ফিচারকে কপি করেছে বর্তমান সময়ের অন্যতম সোশ্যাল মিডিয়া গুলো। প্রথমে আছে ইউটিউব, যারা টিকটকের মত শর্টস্টোরি ফিচার নিয়ে এসেছে তাদের প্ল্যাটফর্মে, পরে এই তালিকায় ছিল, Instagram এর Reels, এর পর Snapchat এর Spotlight।
মুল ধারার সোশ্যাল মিডিয়া গুলো ছাড়াও অন্যদিকে TikTok এর রয়েছে অসংখ্য প্রতিদ্বন্দ্বী যারা একই ধরনের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে।
-
টেকটিউনস টেকবুম - ০৭ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।