PS4 এর গেম আপগ্রেড বাগ ফিক্স করবে ল্যাটেস্ট PS5 সিস্টেম আপডেট

ল্যাটেস্ট PS5 সিস্টেম আপডেট, PS4 এর গেম আপগ্রেড বাগ সমাধান করবে। আপনি এখন ইনস্টলেশন সমস্যা ছাড়াই PS4 এর ডিস্ক-সংস্করণ গেমগুলো PS5 এ খেলতে পারবেন।

যদি আপনার PS4 গেমগুলি, PS5 এ আপগ্রেড করার সময় বিভিন্ন সমস্যা ফেস করেন থাকেন তাহলে আপনার জন্য সুখবর হচ্ছে, ল্যাটেস্ট আপডেটে এই সমস্যার সমাধান এসেছে।

আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার PS5 এ সম্প্রতি একটি সিস্টেম আপডেট এসেছে। জেনে নিন এবার, সিস্টেম পারফরম্যান্স এর স্বাভাবিক অস্পষ্টতা উন্নতির পাশাপাশি, PS5 গেম আপগ্রেড কীভাবে পরিচালনা করবে তারও আপডেট এসেছে।

20.02-02.50.00 আপডেটটি একটি গুরুত্বপূর্ণ বাগের সমাধান করেছে৷ এর আগে PS4 এর ডিস্ক ভার্সন গেম গুলো PS5 ইন্সটল দিতে গেলে বিভিন্ন সমস্যা দেখা দিতো, এই বাগটি ফিক্স করা হয়েছে।

যদিও PS5 এ প্রচুর PS4 গেম কাজ করে, তবুও এমন অনেক শিরোনাম আছে যা PS5 কাজ করে না।

আপনার PS5 ডিভাইসে যদি Auto Update এনেভল করা থাকে তাহলে, আপনাকে তেমন কিছুই করতে হবে স্বয়ংক্রিয়ভাবে আপনি আপডেটটি পেয়ে যাবেন। আর যদি Auto Update এনেভল না থাকে তাহলে, Settings > System > System Software > System Software Update and Settings > Update System Software এ চলে যান৷ গিয়ে দেখুন আপডেট এসেছে কিনা।

সাম্প্রতিক সময় গুলোতে গেমাররা পাচ্ছে দারুণ সব খবর, PS5 এবং Xbox Series X এর ডিভাইস গুলো নিয়ে আসছে দারুণ সব সুবিধা এবং আপডেট।

এদিকে খবর পাওয়া গিয়েছে PS5 কন্ট্রোলার এখন ব্যবহার করা যাবে NVIDIA SHIELD টিভিতে। জনপ্রিয় NVIDIA গেম স্ট্রিমিং Hub এ সাপোর্ট দেয়া হয়েছে PS5 কন্ট্রোলারের। সম্প্রতি NVIDIA তাদের NVIDIA ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে, ডিভাইস গুলো এক সাথে কাজ করবে। গেমিং এ ভিন্ন অভিজ্ঞতা দিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ গেমার অ্যান্ড্রয়েড গেমিং এবং স্ট্রিমিং সার্ভিস ব্যবহারের জন্য SHIELD TV ব্যবহার করে, তারা এখন এই ডিভাইসে এক্সেস পাবে PS5 কন্ট্রোলার এর।

আপনার কাছে PS5 এর Standard অথবা Digital ভার্সন যাই থাকুক, সব সময় সফটওয়্যার আপ টু ডেট রাখার চেষ্টা করুন। এতে করে ডিভাইসের ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকে এবং বিভিন্ন বাগ ফিক্স হয়।

-
টেকটিউনস টেকবুম - ০৭ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস