Google Meet এ চালু হয়েছে Green Room সুবিধা

গুগল, তাদের Google Meet এ মিটিং করার আগে ভিডিও এবং অডিও কোয়ালিটি টেস্ট করতে যুক্ত করেছে Green Room সুবিধা।

মিটিং বা ক্লাস শুরু হবার পর ভিডিও কোয়ালিটি বা সাউন্ড ঠিক করা, খুবই আনপ্রফেশনাল একটি ব্যাপার এবং কখনো পড়তে হয় বিভ্রান্তিকর পরিস্থিতিতে। ভাল খবর হচ্ছে, Google Meet এ এসেছে Green Room ফিচার যার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন, আপনার ভিডিও এবং অডিও কোয়ালিটি সঠিক আছে।

সম্প্রতি গুগল এই ফিচারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করেছে, মাইক্রোফোন এবং ভিডিও ক্যামেরা টেস্টিং এর ফিচারটির নাম দিয়েছে Green Room ফিচার। Google Meet এর কোন কলে যুক্ত হবার আগে "Check your audio and video" বাটমে ক্লিক করে আপনি গ্রিন রুমে প্রবেশ করতে পারবেন। যেখানে আপনি Video এবং Audio, প্রিভিউ দেখতে পাবেন। আপনাকে আর সবার সামনে বিব্রত হতে হবে না।

এখানে আপনি একই সাথে নেটওয়ার্ক কানেক্টিভিটি, এক্সটারনাল ডিভাইস, নয়েজ ক্যান্সেলিং ফিচার সব কিছু ঠিক আছে কিনা দেখতে পাবেন। দারুণ ব্যাপার হচ্ছে কোন সমস্যা হলে এটি আপনাকে টিপস দেবে। যেমন আপনার চারপাশে খুব বেশি নয়েজ থাকলে ফিচারটি আপনার অডিও মিউট রাখতে বলবে। গত দুইদিন আগে ফিচারটি চালু হয়েছে, এবং Google Workspace এবং G Suite ইউজাররা আগামী ১৫ দিনের মধ্যে এই ফিচারটি ব্যবহার করতে পারবে। বলা যায় মিটিং কে সহজ করতে গুগলের এমন পদক্ষেপ প্রশংসার দাবী রাখে।

-
টেকটিউনস টেকবুম - ০৬ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস