হেলদ গ্যাজেট নিয়ে কাজ করতে আগ্রহী অ্যাপল

বিভিন্ন প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে অ্যাপল হয়তো হেলদ গ্যাজেট নিয়ে কাজ করতে পারে। অ্যাপল এর Health Technologies টিম এমন কাউকে খুঁজছে যে কিনা Apple Watch ব্যতীত, অন্য হেলদ প্রোডাক্ট ডেভেলপমেন্টে নেতৃত্ব দেবে।

অ্যাপল সম্প্রতি প্রকাশিত তাদের এক চাকরীর বিজ্ঞাপণে একজন প্রজেক্ট ম্যানেজার নিয়োগ দেবে বলে উল্লেখ করেছে। এই কাজের জন্য নিয়োগ দেয়া ব্যক্তিকে অ্যাপল এর হার্ডওয়্যার, সফটওয়্যার, মেকানিকাল ডিজাইন, ইন্ডাস্ট্রি ডিজাইন টিম, এবং এক্সটারনাল বিশেষজ্ঞদের সাথেও কাজ করতে হবে।

Apple Watch ইতিমধ্যে তার অনবোর্ড সেন্সরের মাধ্যমে, ফিটনেস এবং Heart Rating মনিটরিং এর মত স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। এবং এই বিষয়টি নিশ্চিত যে নতুন চাকরির বিজ্ঞাপণে অ্যাপল তাদের Apple Watch সম্পর্কে বলে নি, এর অন্যতম কারণ Apple Watch কোম্পানির অন্য বিভাগের সাথে জড়িত।

Apple Watch এর পাশাপাশি কোম্পানিটির আরেকটি দারুণ হেলদ ডিভাইস রয়েছে যা স্লিপ মনিটর হিসেবে কাজ করে। ইউজারদের সঠিক ঘুম নিশ্চিত করতে কখনো কখনো দারুণ ভূমিকা পালন করতে পারে ডিভাইসটি। এটি আপনার ঘুমের সময়, হার্ট রেট, শ্বাস, বেডরুমের তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপ করতে পারে। তবে এই প্রোডাক্টটি অ্যাপলের নিজস্ব পণ্য নয়, অ্যাপল এবং Beddit যৌথ সহযোগিতার প্রোডাক্টটি বাজারে এসেছে। স্লিপিং ট্র‍্যাকারটির দাম ১৫০ ডলার। অ্যাপল আগে চেয়েছিল এই প্রোডাক্টটি যেন তাদের অনলাইন স্টোরে বিক্রয়ের সুযোগ দেয়া হয় কিন্তু এখনো Beddit সেই প্রস্তাবে রাজী হয় নি।

অন্য কোম্পানিদের সাথে পার্টনারশিপে নতুন পণ্য তৈরি করা অ্যাপলের নতুন কোন ঘটনা নয়। এমনকি দীর্ঘদিন আলোচনার পর অ্যাপল সিদ্ধান্ত নিয়েছে তাদের Apple Car তৈরিতে Kia এর সহায়তা নেবে। যদিও Kia এর একাধিক নির্বাহী এমন সিদ্ধান্তে সন্তুষ্ট ছিল না তবুও তাদের পার্টনারশিপটি কিছুটা এগিয়েছে।

অ্যাপল কিয়ার সাথে সহযোগিতার অংশ হিসাবে চার ট্রিলিয়ন উইন ব্যয় করবে, যা প্রায় ৩.৬ বিলিয়ন ডলারের সমান।  Bloomberg দক্ষিণ কোরিয়ার নিউজলেট Dong-A এর একটি স্থানীয় প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে একটি চূড়ান্ত উৎপাদন চুক্তি হতে পারে দুটি কোম্পানির মধ্যে। প্রতিবেদন বলছে প্রতি বছর Kia এর ৪০০, ০০০ ইউনিট উৎপাদন ক্ষমতা রয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ০৬ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস