Oculus Quest এ ব্যবহার করা যাবে মেসেঞ্জার

জানা গেছে এখন থেকে Oculus Quest এর ভেতর থেকেই ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করা সম্ভব। এখন মেসেঞ্জারে মেসেজ আসলে আপনার হেডসেট না খুলেই বন্ধুদের সাথে চ্যাট শুরু করতে পারবেন।

এর আগে আপনি যখন VR এ কোন গেম খেলতেন তখন মেসেঞ্জারে মেসেজ আসলে, উত্তর দেয়ার জন্য হেডসেটটি খুলতে হতো। তবে এখন ফেসবুক ম্যাসেঞ্জার চলে এসেছে Oculus Quest এবং Quest 2, এর মধ্যেই। আপনি VR এ নিমগ্ন থাকা অবস্থায়ও বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন।

সম্প্রতি ফেসবুক Oculus Blog এর একটি ঘোষণায় বলেছে তারা Oculus এর জন্যও Messenger নিয়ে এসেছে। এখন থেকে ইউজাররা Quest অথবা Quest 2 ডিভাইসে ফেসবুক একাউন্ট লগইন করতে পারবে। লগইন একাউন্টে কোন মেসেজ আসছে রিপ্লাই দেয়ার সুযোগ পাবে ইউজাররা।

জানা গেছে Oculus এর মধ্যে মেসেঞ্জার ইন্টারফেসটি ডেক্সটপের মতই দেখাবে। যার মানে দাঁড়ায় চ্যাট লিস্ট দেখাবে বাম পাশে এবং বিস্তারিত চ্যাট দেখাবে ডান পাশে। তবে VR এর মধ্যে মেসেজ টাইপ করা কিছুটা কঠিন হতে পারে, আর বড় টেক্সট হলে তো কথাই নেই। এই সমস্যার সমাধানও রয়েছে। ইউজাররা Voice-to-text এর মাধ্যমেও রিপ্লাই দিতে পারবে।

Oculus এ মেসেঞ্জার আসাতে ইউজাররা পাবে দারুণ কিছু সুবিধা, যেমন মেসেঞ্জারে Oculus Party স্টার্ট করা যাবে। আপনি এবং আপনার বন্ধুরা এক সাথে একই গেমস উপভোগ করতে পারবেন এই প্রকৃয়ায়৷

যেহেতু এক ইউজারদের VR অন্যরা ব্যবহার করতে পারে সুতরাং ইউজার চাইলেই আরেকজনকে ডিভাইটি দেবার আগে, নিজের একাউন্ট লগআউট করে দিতে পারবে। এবং পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে।

ফেসবুক ইউজারদের সব দিক থেকে সেরাটি দেয়ার জন্য দীর্ঘ দিন ধরেই কাজ করছে আর এজন্যই এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া।

এখন Oculus এ রয়েছে Messenger, আপনি কেবলমাত্র যারা VR হেডসেটের মালিক তাদের সাথে চ্যাট করতে পারবেন এমনটি নয়। আপনি ফেসবুকে যেকোনো বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেন।

এখন মাথা Oculus এর মধ্যে রেখেই আপনি চ্যাট করতে পারবেন। চ্যাটের রিপ্লাই দেবার জন্য গেমিং দুনিয়া থেকে আপনাকে বের হতে হবে না।

তবে Oculus  এ ফেসবুকের কি কি ডেটা ব্যবহৃত হবে এ বিষয়ে কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নি।

-
টেকটিউনস টেকবুম - ০৬ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস