সম্প্রতি জানা গেছে Samsung দাম কমিয়েছে তাদের বহুল আলোচিত স্মার্টফোন Galaxy Z Flip 5G এর। একই সাথে বর্তমানে Samsung ই দিচ্ছে সবচেয়ে কম দামে ফোল্ডেবল স্মার্টফোন।
আপনি যদি ফোল্ডেবল ফোন কিনতে চান এবং Galaxy Z Flip 5G ফোনটিকে বেশি ব্যয়বহুল মনে হয় তাহলে, আপনার জন্য সুখবর হচ্ছে। Samsung তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করেছে, 5G কানেক্টিভিটির Galaxy Z Flip স্মার্টফোনটির দাম স্থায়ী ভাবে ২৫০ ডলার কমেছে। বর্তমানে ফোনটির দাম ১১৯৯.৯৯ ডলার।
নতুন দামে ফোনটি এই মুহূর্তে বাজারে এভেইলেবল রয়েছে। এতদিন দ্বিধায় থাকলেও এখন নিশ্চিত ভাবে কিনে নিতে পারেন ফোনটি, কারণ এই দামে ফোল্ডেবল ফোন এই মুহূর্তে Samsung ছাড়া আর কেউ দিচ্ছে না।
তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা উচিত যে প্রায় একই দামে আপনি নিতে পারবেন Samsung Galaxy S21 Ultra ফোনটিও। Samsung Galaxy S21 Ultra তে তুলনামূলক আপগ্রেড ফিচার থাকলেও আপনার যদি পছন্দের ফোন Galaxy Z Flip 5G হয় তাহলে আপনি অবশ্যই এটি কিনবেন। তাছাড়া Galaxy Z Flip 5G এর আরেকটি চমৎকার সুবিধা হচ্ছে এটি ছোট পকেটে রেখে দিতে পারবেন। Samsung Galaxy S21 Ultra এর মত পাওয়ারফুল না হলেও Galaxy Z Flip রয়েছে Snapdragon 865 Plus প্রসেসর এবং ২৫৬ জিবি স্টোরেজ।
Galaxy Z Flip 5G ফোনটিতে দেয়া হয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৮ জিবি র্যাম। তাছাড়া ফোনটিতে পাবেন 3300 mAh ব্যাটারি।
Galaxy Z Flip 5G আগের Galaxy Z Flip থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাজারে এলেও ব্যাটারি ক্ষমতা একই আছে। আগের Galaxy Z Flip একবার চার্জ দিলে টানা ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতো কিন্তু Galaxy Z Flip 5G যেহেতু 5G কানেক্টিভিটির ফোন সুতরাং এতে এতটা আশা করা যাবে না।
এই মুহূর্তে Galaxy Z Flip 5G এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে Motorola Razr। Motorola Razr এর বর্তমান দাম ১৪০০ ডলার যা Galaxy Z Flip এর চেয়ে বেশি ব্যয়বহুল।
এখানে আরেকটি বিষয় পরিষ্কার ভাবে বলা যায় যারা আগে Motorola Razr কিনবে নাকি Galaxy Z Flip কিনবে, নিয়ে কনফিউজড ছিল তারা সবাই এখন Galaxy Z Flip কেই বাছাই করবে।
-
টেকটিউনস টেকবুম - ০৫ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।