মাইক্রোসফট ইউজারদের মনে করিয়ে দিচ্ছে ছয় মাসের মধ্যে Skype for Business Online বন্ধ হয়ে যাবে

মাইক্রোসফট এই দিন গুলোতে Skype for Business Online এর কাস্টমারদের মনে করিয়ে দিচ্ছে, তাদের যেন দ্রুত Microsoft Teams এ শিফট করে।

মাইক্রোসফট ভদ্র ভাবে জানিয়ে দিয়েছে Skype for Business Online ছয় মাসের ভেতরে বন্ধ হয়ে যাবে ইউজাররা যেন যত দ্রুত সম্ভব Microsoft Teams এ যুক্ত হয়।

Skype for Business Online বন্ধ করে দেওয়া সংবাদটি নতুন নয়। এর আগেও ইউজাররা কোন সার্ভিস বন্ধ হবার সাথে সাথে বিকল্প সার্ভিসে শিফট করেছে তারপরেও মাইক্রোসফট এটি বার বার মনে করিয়ে দেবার চেষ্টা করছে।

জানা গেছে জুলাই 31, 2021, মাইক্রোসফটের Skype for Business Online অবসর নেবে। সার্ভিসটি বন্ধ হতে এখনো ছয় আছে তবে মাইক্রোসফট সতর্ক করছে এটি ক্লোজ হবার সাথে সাথে প্রতিষ্ঠান গুলো এর এক্সেস হারাবে।

করোনা আক্রান্ত বিশ্বের বড় বড় কোম্পানি গুলো অন সার্ভিসে মাইগ্রেশন করতেও কিছুটা সময় লাগবে তাই মাইক্রোসফট জানিয়েছে, "চিন্তা করবেন না, আপনার হাতে এখনো সময় আছে "। মাইক্রোসফট তাদের এক ব্লগ Post এ জানায়, "অবসরের ছয় মাস থাকলেও আমরা আপনাকে আপনার প্রযুক্তিগত, প্রক্রিয়া এবং ব্যবহারকারী সংস্থাগুলির সাথে সংযুক্ত করার জন্য আজ থেকেই পরিকল্পনা শুরু করতে উত্সাহিত করি, যা আপনার সংস্থার পক্ষে অনন্য হতে পারে। তবে বিশ্রামের আশ্বাস, ধাপে ধাপে আপনাকে গাইড করার ব্যবস্থা আছে"।

মাইক্রোসফট আরও জানিয়েছে ইতিমধ্যে প্রায় অনেক কোম্পানি Microsoft Teams এ শিফট করেছে তাই সবার উচিৎ দ্রুত পদক্ষেপ নেয়া। একই সাথে মাইক্রোসফট বিস্তারিত জানিয়ে দিয়েছে কিভাবে কোম্পানি গুলো Microsoft Teams এ শিফট হবে। মাইক্রোসফট সকল কোম্পানি কিছু গাইডলাইন প্রদান করেছে, যেগুলো ফলো করে কোম্পানি গুলো সহজে তাদের বিজনেস Microsoft Teams এ স্থানান্তর করতে পারবে।

এদিকে Skype for Business Online প্ল্যাটফর্মের সমাপ্তির সাথে সাথে প্রচুর বিদ্যমান ব্যবহারকারী ভাবছেন যে Microsoft Teams কি এর সবচেয়ে ভাল বিকল্প কিনা।

২০১৮ সালে মাইক্রোসফট ঘোষণা করেছিল Microsoft Teams এর Skype for Business Online এর মত সমস্ত কার্যকারিতা রয়েছে। যদি মাইক্রোসফট দুই বছর আগে এমন দাবী করতে পারে তাহলে এখন তো আরও আপগ্রেড হয়েছে এটি।

তাছাড়া মহামারীতে ব্যবসায়ীক কাজ কর্মে অনলাইনে পরিচালনায়, অধিকাংশ কোম্পানির একমাত্র ভরসা ছিল Microsoft Teams। আর মাইক্রোসফট এটিকে বিশ্বের নাম্বার ওয়ান রিমোট ওয়ার্কিং অ্যাপ হিসেবে দেখতে, কি পরিমাণ শ্রম দিচ্ছে সেটা এখন আমরা সবাই জানি।

-
টেকটিউনস টেকবুম - ০৫ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস