Outlook এর ১৫ জিবি ফুল হলে ইউজারদের পে করতে হবে

মাইক্রোসফট বলছে যদি ইউজারদের Hotmail একাউন্টের স্টোরেজ ১৫ জিবির বেশি হয়ে যায় তাহলে তারা যেন বড় ইমেইল ডিলিট করে, না হয় টাকা পে করে। মাইক্রোসফট  এত দিন পর স্টোরেজের লিমিট দিয়েছে হয়তো আট বছর তারা এটি ভুলে ছিল।

সম্প্রতি বিশ্বের অন্যতম সফটওয়্যার জায়েন্ট মাইক্রোসফট  ইউজারদের একটি চয়েজ দিয়ে দিয়েছে, যদি ১৫ জিবি স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে হটমেইল সার্ভিসটি ব্যবহার করতে হয় আগের মেইল ডিলিট করতে হবে না হয় চার্জ পরিশোধ করতে হবে।

Daily Express  এই ঘটনাটির সংবাদ প্রথম প্রকাশ করে। ২০১৩ সালে যখন মাইক্রোসফ্ট হটমেল ব্যবহারকারীদের আউটলুকে স্থানান্তরিত করেছিল, তখন স্টোরেজ লিমিট 15 গিগাবাইটে দিয়ে দেয়া হয়। সমস্যা হল, সফটওয়্যার জায়ান্টটি কখনই এই সীমাটি প্রয়োগ করে নি, এর অর্থ ব্যবহারকারীরা বিনা চাপে ১৫ জিবির বেশি স্টোরেজ ব্যবহার করে আসছিল।

মাইক্রোসফট এটিকে সমস্যা হিসেবে দেখেছে এবং এর সমাধান করেছে, যার ফলে ইউজাররা এখন আর ১৫ জিবির বেশি স্টোরেজ ব্যবহার করতে পারবে না। মেইল আদান প্রদান সেবা পেতে ইউজারদের হয় আগের মেইল ডিলিট করতে হবে না হয় টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে।

মাইক্রোসফ্ট স্টাফ ইনবক্স যুক্ত লোকদের তাদের এই ভবিষ্যদ্বাণী সম্পর্কে অবহিত করতে ইমেল প্রেরণ করেছে। মাইক্রোসফট সাজেস্ট করছে তারা যেন আগের মেইল গুলো ডিলিট করে বাদ দেয়।

তাছাড়া মাইক্রোসফট ইমেইল ডিলিট না করতে আরেকটি প্রস্তাব দিয়েছে, ইউজাররা যদি তাদের Microsoft 365 একাউন্ট আপগ্রেড করে তাহলেও তারা ইমেইল ফিচার ব্যবহার করতে পারবে, আগের ইমেইল ডিলিট করা ছাড়া।

হঠাৎ এই পদক্ষেপটি অধিকাংশ বিশ্বস্ত আউটলুক ব্যবহারকারীদের রাগিয়ে দিয়েছে, যারা এখন তাদের ইমেল অ্যাকাউন্ট থেকে আগের ইমেইল ডিলিট করছে।

হঠাৎ করে নিয়মগুলি কার্যকর করা মাইক্রোসফ্টের একটি ভুল হতে পারে। কারণ ইতিমধ্যে অধিকাংশ ব্যবহারকারী ১৫ জিবির বেশি স্টোরেজ ব্যবহার করে থাকতে পারে। আর এই জন্য ইউজাররা এখন পড়তে পারে বিপাকে। হয়তো এই সিদ্ধান্তে মাইক্রোসফট হারাতে পারে কিছু লয়্যাল কাস্টমার।

আপনি যদি Hotmail ইউজার হোন আর যদি কোন ইমেইল না পান বা সেন্ড করতে না পারেন তাহলে বুঝে নেবেন আপনি ইতিমধ্যে ১৫ জিবি স্টোরেজ ফেস করে ফেলেছেন, আপনাকে এখন হয় আগের মেইল ডিলিট করতে হবে অথবা পেমেন্ট করতে হবে।

-
টেকটিউনস টেকবুম - ০৫ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস