গুগল তাদের একমাত্র ব্রাউজার Google Chrome চালু করছে Tab Grouping ফিচার। আপনি যদি একটু সহজ উপায়ে গুগল ক্রোমের ট্যাব ম্যানেজ করতে চান, তাহলে আপনার জন্য সুখবর এসেছে। নতুন আপডেটের পর ট্যাব ব্যবহারে ইউজার পাবে নতুন ইন্টারফেস, এসেছে নতুন Tab Grouping ফিচার৷ আপডেটটি প্রথমে আবিষ্কার করে 9to5Google ৷
Grid View এবং ট্যাব গ্রুপ অপশনের সাথে এটি একটি দারুণ আপডেট৷ এই আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ইউজাররা পাবে ইন্টারনেট ব্রাউজিং এ নতুন অভিজ্ঞতা। তবে স্বাভাবিকভাবে গুগল, অ্যান্ড্রয়েড ক্রোমের জন্য যেহেতু সার্ভার সাইট আপডেট দেয় সুতরাং সকল ফোনে আপডেটটি আসতে কিছুটা সময় নিতে পারে, আপনাকে এই দারুণ আপডেটটি পেতে কিছু সময় অপেক্ষা করতে হবে৷
যেহেতু এখন লিস্ট আকারে ট্যাব গুলো ক্রোমে ওপেন হয় সুতরাং যদি Grid View এখন পাওয়া যায় তাহলে এটি ইউজারদের জন্য নেগেটিভ করতে সহজ হবে। আইওএস ব্যবহারকারীদের জন্য, একটি অনুরূপ লেআউটটি কিছু সময়ের জন্য এভেইলেবল ছিল, তাই গুগল এটি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যও নিয়ে এসেছে৷
নতুন ভিউয়ে আপনি একসাথে অনেক গুলো ট্যাব দেখতে পাবেন৷ এখন আপনি এক সাথে ছয়টি ট্যাব দেখার সুযোগ হবে। যদিও প্রথম দিকে ইউজারদের অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে কিন্তু পরবর্তীতে এটি সবার জন্য সহজ হয়ে যাবে।
ট্যাব গ্রুপিং ফিচারটি গত বছরের ক্রোমের ডেস্কটপ সংস্করণে দেওয়া ফিচারের অনুরূপ। এটি আপনার ট্যাবগুলি পরিচালনা করা আরও সহজ করে তোলে। এবার এই সুবিধা পাবে স্মার্টফোন ইউজাররাও। Tab Grouping ফিচারটি ব্যবহার করা বেশ সহজ। আপনাকে কেবল পছন্দে ট্যাব গুলোকে অন্যটির উপর ড্রাগ করে দিলেই হবে।
দারুণ ব্যাপার হচ্ছে, আপনি যদি আপডেটের জন্য অপেক্ষা করতে না চান তাহলে এই ফিচারটি এই মুহূর্তেই ব্যবহার করতে পারেন। ক্রোমের URL বারে গিয়ে লিখুন chrome://flags, এবং একে একে, Tab Grid Layout, Tab Groups, Tab Groups Continuation, এবং Tab Groups UI Improvements অপশন গুলো এনেভল করে দিন। এনেভল করার পর ব্রাউজারটিকে একটি রিস্টার্ট দিন।
তাছাড়া আপনি ফিচারটি ডিজেবল করতে চাইলে, URL বারে গিয়ে লিখে ফেলুন, chrome://flags/#enable-tab-grid-layout এবং অপশনটি ডিজেবল করে দিন। তাছাড়া আপনি কিছুদিন অপেক্ষা করলে এমনিতেই এই ফিচার পাবেন।
-
টেকটিউনস টেকবুম - ০৫ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।