ইউজারদের প্রাইভেসি সিকিউরিটি নিয়ে আশ্বাস দিয়েছে WhatsApp। ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপ্লিকেশন WhatsApp, আপনার গোপনীয়তায় রক্ষায় কতটা "প্রতিশ্রুতিবদ্ধ" তা কিছু Status মেসেজের মাধ্যমে জানিয়েছে।
WhatsApp এর কয়েক মিলিয়ন ইউজার তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী Signal বা Telegram এ চলে যাবার পর, WhatsApp আপনাকে নিশ্চিত করতে চায় যে তারা আপনার প্রাইভেসিকে এখনো শীর্ষ অগ্রাধিকার হিসাবে দেখে। তারা সপ্তাহান্তে একাধিক স্ট্যাটাসের মাধ্যমে এটিই বুঝানোর চেষ্টা করেছে। The Verge নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ তাদের Privacy Page কে লিংক করে, তাদের অফিসিয়াল একাউন্ট থেকে একাধিক স্ট্যাটাস শেয়ার করেছে।
WhatsApp এর স্ট্যাটাস ফিচারটি অনেকটা Snapchat, Facebook, অথবা Instagram এর স্টোরি ফিচারের মত যা ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সম্প্রতি তাদের অ্যাকাউন্ট থেকে WhatsApp, Post গুলো দেখেছে।
জানুয়ারির প্রথম সপ্তাহে, WhatsApp তার প্রাইভেসি পলিসি নীতি এবং পরিষেবার শর্তাবলী পরিবর্তন ঘোষণা করে। এতে উল্লেখ করা হয়েছে যে ২১ ফেব্রুয়ারী ২০২১ এর পরে মেসেজিং পরিষেবাটি ব্যবহার করতে, আপনাকে ফেসবুক ডেটা শেয়ার করতে সম্মত হতে হবে, অন্যথায় আপনার অ্যাকাউন্ট স্থগিত বা ডিলিট হয়ে যেতে পারে।
মেসেঞ্জার ইন্সটাগ্রাম ডাইরেক্টের সাথে একীভূত হওয়ার কয়েক মাস পরে এই খবর পাওয়া যায়। আর এর আগে যেহেতু ফেসবুক প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ ২০১৯ সালে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে একীভূত করেছে সুতরাং এতে অবাক হবার কিছুই ছিল৷
যাই হোক, WhatsApp এর এমন প্রাইভেসি পলিসি ভাল ভাবে নেয় নি ইউজাররা, অবশ্য নেয়ার কথাও না। রাতারাতি ইউজাররা WhatsApp কে বয়কট করা শুরু করে৷ মাত্র কয়েকদিনে কয়েক মিলিয়ন ইউজার ত্যাগ করে WhatsApp কে, তারা বিকল্প খুঁজতে থাকে। ফলাফল সরূপ Telegram, এবং Signal এর মত বিকল্প মেসেজিং সার্ভিস গুলো পেতে থাকে মিলিয়ন ইউজার।
অবশেষে, হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসি আপডেট ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত বাড়িয়ে দেয় এবং জানায় এখানে ভুল বুঝাবুঝি হচ্ছে এবং তারা ইউজারদের সঠিক ভাবে এই বিষয়ে বুঝাতে চায়।
WhatsApp বলছে, মে মাসে আপডেটের পরে, মেসেজ গুলো তখনো End to End Encryption প্রক্রিয়ায় পরিচালিত হবে, এবং অ্যাপটিতে ব্যবসায়িক বিষয় পরিচালনা করার জন্য নতুন ফিচার যুক্ত করা হবে। তবে, ফেসবুক এবং অন্যান্য থার্ডপার্টি পরিষেবাগুলি এখনও আপনার আইপি ঠিকানা, ফোন নম্বর এবং মোবাইল ডিভাইসের তথ্যে এক্সেস নেবে।
মুল কথা হচ্ছে ইউজারদের ডেটা Messenger, Instagram, এবং WhatsApp এর মত প্ল্যাটফর্ম গুলোতে ডেটা আদান প্রদান হবে, যেখানে ইউজারদের প্রাইভেসি কিছুটা বিঘ্নিত হতেই পারে। আর ইতিমধ্যে বিশাল সংখ্যক একটা ইউজারবেজ হারিয়েছে WhatsApp, মনে হচ্ছে না ইউজাররা আবার ফিরবে।
-
টেকটিউনস টেকবুম - ০৫ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।