জানা গেছে অ্যাপল এর প্রথম VR হেডসেটটিতে একটি ফ্যান থাকবে এবং এটি ফ্যাব্রিকে আবৃত থাকবে। বলা হয়েছে VR হেডসেটটিতে থাকবে একটি ব্যয়বহুল কাস্টম চিপ যা শীতল রাখার জন্য ফ্যানের প্রয়োজন হবে। আরও জানা যায় কাস্টম সেই চিপটি হবে M1 প্রসেসরের চেয়ে আরও দ্রুত।
অ্যাপল এর অঘোষিত ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটটি ২০২১ সালে একটি স্ট্যান্ড্যালোন ডিভাইস হিসাবে বাজারে আসতে পারে। যাতে থাকবে শক্তিশালী প্রসেসরের দুর্দান্ত পারফরম্যান্স।
বিভিন্ন সূত্র দাবী করছে ভিআর অ্যাকসেসরিজের জন্য কাস্টম অ্যাপল সিলিকন এত উন্নত একটি চিপ হতে যাচ্ছে যা অ্যাপলের M1 প্রসেসরকেও হারিয়ে দেবে। M1 প্রসেসরটি অ্যাপলের আসছে MacBook Air, 13-inch MacBook Pro, এবং Mac mini কম্পিউটারে ব্যবহার করার কথা রয়েছে। বিদ্যমান VR প্রোডাক্ট গুলো থেকে উন্নত রেজুলেশনের VR প্রোডাক্ট নিয়েই কাজ করছে অ্যাপল, যার প্রসেসর হবে সকল প্রসেসর থেকে শক্তিশালী।
Bloomberg নিউজের জন্য প্রতিবেদনে বলা হয়েছে প্রথম দিকে শক্তিশালী চিপ এবং ফ্যান যুক্ত করাতে VR গ্যাজেট গুলো বেশি ভারী এবং বড় হয়ে যায় যা ইউজারদের অসুবিধা তৈরি করতে পারে, আর তাই এটি নতুন করে ডিজাইন করা হচ্ছে।
একটি ভিআর হেডসেট যতটা সম্ভব হালকা হওয়া দরকার। আর এটিতে সহায়তা করার জন্য, অ্যাপল কথিতভাবে একটি ফ্যাব্রিক ডিজাইনের পছন্দ করেছে। ধারণা করা হচ্ছে ফ্যাব্রিক ডিজাইন অবশ্যই হেডসেটিকে আগের চেয়ে হালকা করে তুলবে।
Bloomberg এর রিপোর্টার গুরমান দাবি করেছেন পণ্যের ওজন ওকুলাস কোয়েস্ট হেডসেটের সমান হতে পারে। পরীক্ষা করা কয়েকটি প্রোটোটাইপে দেখা গেছে এআর সক্ষমতার জন্য এক্সটারনাল ক্যামেরা যুক্ত করা হয়েছে। যেগুলোতে হ্যান্ড-ট্র্যাকিং ফিচার এবং অন্য একটি ফিচার অন্তর্ভুক্ত রয়েছে যা কোন ব্যবহারকারীকে ভার্চ্যুয়ালি টেক্সট ইনপুটের সুযোগ দেবে।
প্রতিবেদনে অন্যান্য গুজবের মধ্যে একটি ছিল, এটি এমন একটি সিস্টেম হতে যাচ্ছে যা ব্যবহারকারীকে ডিসপ্লের উপরে কাস্টম প্রেসক্রিপশন লেন্স প্রবেশের সুযোগ দেবে। এজন্য অবশ্য অ্যাপলকে গ্লাস বিক্রির জন্য বিশ্বজুড়ে নিয়ন্ত্রকদের অনুমতি নিতে হবে।
গত বছর, Bloomberg নিউজ অ্যাপলের আপডেট হওয়া AR/VR স্ট্রেটেজি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কোম্পানিটি মূলত এমন একটি ভিআর হেডসেট তৈরি করার পরিকল্পনা করছে যা প্রসেসিংয়ের জন্য আইফোন লাগবে।
-
টেকটিউনস টেকবুম - ০৪ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।