PS5 এবং Xbox Series X ব্যবহার করা যাবে NVIDIA SHIELD টিভিতে

PS5 এবং Xbox Series X কন্ট্রোলার এখন ব্যবহার করা যাবে NVIDIA SHIELD টিভিতে। জনপ্রিয় NVIDIA গেম স্ট্রিমিং Hub এ সাপোর্ট দেয়া হয়েছে PS5 এবং Xbox Series X কন্ট্রোলারের। আপনার কাছে যদি Xbox Series X/S এবং NVIDIA SHIELD টিভি থাকে তাহলে জেনে খুশি হবেন, আপনি কনসোল গুলো ব্যবহার করতে পারবেন জনপ্রিয় গেম স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

সম্প্রতি NVIDIA তাদের NVIDIA ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে, ডিভাইস গুলো এক সাথে কাজ করবে। গেমিং এ ভিন্ন অভিজ্ঞতা দিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ গেমার অ্যান্ড্রয়েড গেমিং এবং স্ট্রিমিং সার্ভিস ব্যবহারের জন্য SHIELD TV ব্যবহার করে, তারা এখন এই ডিভাইসে এক্সেস পাবে DualSense অথবা Xbox Series X controller এর৷

DualSense অথবা Xbox কনসোল আপনার SHIELD এর সাথে Pair করতে কয়েকটি সহজ ধাপ ফলো করলেই হবে। প্রথমে আপনি নিশ্চিত হয়ে নিন যে আপনার SHIELD ঠিক মত সেটআপ করা হয়েছে কিনা। ঠিকমত সেটা করা হলে দেখুন সব কিছু ভাল ভাবে রান হচ্ছে কিনা। সব কিছু ঠিক থাকলে আপনি Pair এর জন্য প্রস্তুত। আপনার SHIELD TV এর ব্লুটুথ সেকশনে যান এবং Pair শুরু করুন।

DualSense এর ক্ষেত্রে, কন্ট্রোল প্যাড এর PlayStation এবং Share/Clip বাটন চেপে ধরুন, এবার আপনার DualSense, Pair মুডে যাবে, নিশ্চিত হতে দেখুন লাইট পালস করছে কিনা। ওইদিকে স্ক্রিনে ডিভাইসটি দেখতে পাবেন, কনফার্ম করে দিন।

Series X এর ক্ষেত্রে Pair বাটনে প্রেস করুন এবং চেপে ধরে রাখুন, লাইট জ্বললে, SHIELD টিভি থেকে ডিভাইসটি কনফার্ম করে দিন।

আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন SHIELD TV কে আপনি গেমিং কনসোল গুলোর সাথে যুক্ত করবেন। একটি সময় ছিল যখন এনভিআইডিএ একটি শিল্ড টিভি গেমিং প্যাকেজ সরবারহ করতো। তবে, এখন তারা আর ফ্রিতে কোন প্যাড দেয় না যা আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হবে। যদি আপনার কাছে ইতিমধ্যে একটি কনসোল থাকে তাহলে কেন এই সুবিধাটি আপনি নেবেন না।

আপনাকে যা করতে হবে তা হল আপনার SHIELD TV ফার্মওয়্যার এখনি আপডেট করে ফেলতে হবে এবং আপনার ডিভাইস গুলো কানেক্ট করে ফেলতে হবে। একবার কানেক্ট হয়ে গেলে গেমিং জগতে আপনাকে স্বাগতম।

-
টেকটিউনস টেকবুম - ০৪ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস