শীঘ্রই আপনি Pinterest এ দেখতে পাবেন Story Pins। আপনি ভুল কিছু পড়েন নি! অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে তাল মিলিয়ে Pinterest ও নিয়ে আসছে স্টোরি ফিচার। আমরা জানি Pinterest একটি ইমেজ শেয়ারিং ওয়েবসাইট, যেখানে মানুষ খুঁজে বেড়ায় অনুপ্রেরণা। আর সেই Pinterest নিয়ে আসতে চলেছে দারুণ স্টোরি ফিচার। Pinterest তাদের স্টোরি ফিচারের নাম দিয়েছে Story Pins।
২০২০ সালের সেপ্টেম্বরে, Pinterest প্রথমবারের মতো নির্বাচিত কিছু ক্রিয়েটদের সাথে Story Pins এর Beta ভার্সন শেয়ার করে। উল্লেখযোগ্য ফিডব্যাক পাবার পর এখন হোমপেজের For You ফিডে Pinterest শো করছে তাদের Story Pins। ফিচারটি প্রথম লক্ষ্য করে Social Media Today।
তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা ভিন্ন ভাবে তৈরি করা হয়েছে Pinterest এর Story Pins গুলো। স্বাভাবিক স্টোরির মত ২৪ ঘণ্টা পর এক্সপাইয়ার হবে না Pinterest এর স্টোরি। কিছু পার্থক্য বাদে সব দিক থেকে মিল রয়েছে এই ফিচারের। এই স্টোরি গুলোও ভার্টিক্যালি শো হবে।
মজার বিষয় হচ্ছে দারুণ এই ফিচার আসার পরেও ইন্টারনেটে এটি নিয়ে খুব বেশি গুঞ্জন উঠে নি। এর অন্যতম কারণ Story Pins গুলো সবার জন্য এভেইলেবল হয় নি। জানুয়ারির শুরু থেকে কিছু একাউন্টে এই ফিচারটি শো করতে দেখা যায়, বলা যায় এটি এখনো এক্সপেরিমেন্ট স্টেজে রয়েছে।
এখানে উল্লেখ্য Pinterest এর অর্গানাইজেশনাল টুল রিলিজ হবার মাত্র একমাস পর এই Story Pins ফিচারটি এসেছে।
অনলাইনে স্টোরি ফিচার! বলতে গেলে হালের অন্যতম জনপ্রিয় একটি ফিচার। একটাই জনপ্রিয় হয়েছে এই ফিচারটি যে সকল সোশ্যাল মিডিয়া তাদের প্ল্যাটফর্মে এটি নিয়ে আসছে। এই ফিচারটি খুব সম্ভবত প্রথম নিয়ে এসেছিল Snapchat, ২০১১ সালে। পরে ইন্সটগ্রাম Snapchat এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ২০১৬ সালে এটি চালু করে। ২০১৮ সালে WhatsApp, Status নামে একই ফিচার আনে। ফেসবুকও নিয়ে আসে ২০১৬ সালে, টুইটার ২০২০ সালে এই ফিচারের নাম দেয় Fleets।
যখন সোশ্যাল মিডিয়ার কথা শুনা যায় বেশির ভাগ ইউজারদের মাথায় প্রথমে আসে, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম। তবে আপনি জানলে অবাক হবেন সোশ্যাল মিডিয়া হিসেবে Pinterest ও কিন্তু পিছিয়ে নেই।
Hootsuite এর মতে, ২০১৯ সালে Pinterest এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩৫ মিলিয়নে দাঁড়িয়েছে, যা Snapchat কে ছাড়িয়ে গিয়েছে।
TikTok এর মতো কন্টেন্ট কেন্দ্রিক এবং Signal এর মত End-to-end মেসেজিং প্ল্যাটফর্ম গুলো এই দিন গুলোতে বেশ জনপ্রিয় হচ্ছে তাই একই ট্রেন্ড ফলো করছে Pinterest।
-
টেকটিউনস টেকবুম - ০৩ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।