এক প্রতিবেদনে জানা গেছে অ্যাপল ২০২১ সালের MacBook Pro এ আবার নিয়ে আসছে SD Card Slot। প্রফেশনাল ফটোগ্রাফার এবং ভিডিও এডিটরদের তাদের কাজের জন্য, নোটবুকে মিডিয়া ইম্পোর্টে আলাদা Dongle ব্যবহার করতে হবে না। জানা গেছে অ্যাপল এই বছরের শেষের দিকের নোটবুকগুলিতে মেমরি কার্ড স্লট ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নিয়েছে।
Bloomberg এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল এর লিডারশীপ লয়্যাল ম্যাক গ্রাহকদের সমালোচনা এবং দাবীর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে এই বছরের MacBook Pro তে এসডি কার্ড মেমরি স্লট ফিরিয়ে আনা। জানা জানিয়েছে, "আসন্ন MacBook Pro ম্যাক অনুগতদের উপর অ্যাপলের ফোকাসের উদাহরণ। ব্যবহারকারীরা ডিজিটাল ক্যামেরা থেকে মেমরি কার্ডের মাধ্যমে MacBook Pro তে ছবি নিতে পারবে।
সর্বাধিক দাবিদার ব্যবহারকারীদের কাছ পাওয়া অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপলের উদ্দেশ্য হচ্ছে এসডি কার্ড স্লট পুনরুদ্ধার করার মাধ্যমে প্রফেশনাল ফটোগ্রাফার এবং ভিডিও এডিটরদের সন্তুষ্ট করা।
প্রকৃতপক্ষে টেক কোম্পানি গুলো যতই দাবী করুক ভবিষ্যৎ হচ্ছে USB-C এর, সব কিছুতে থাকবে USB-C পোর্ট, তারপরেও SD কার্ডের গ্রহণযোগ্যতা কমবে না।
অ্যাপল, ২০১৬ সালে MacBook Pro নোটবুক লাইন থেকে এসডি কার্ড স্লটটি সরিয়ে ফেলেছিল। ডিভাইস গুলোতে পাতলা এবং চিকন রাখতে আরও কিছু লিগ্যাসি পোর্ট সরিয়ে ফেলে সেখানে USB-C পোর্ট যুক্ত করেছিল। তখন অধিকাংশ গ্রাহকরা SD কার্ড স্লটের অভাব বোধ করা শুরু করে। তবে USB-C পোর্ট যোগ করায় MacBook দারুণ কিছু ফিচার যোগ করা সম্ভব হয়, এবং ডিভাইস গুলো আরও জনপ্রিয় হয়ে যায়।
Bloomberg, আরও দাবী করেছে, অ্যাপল শীঘ্রই MacBook Pro থেকে তীব্র সমালোচিত টাচ বার ফিচার সরিয়ে ফেলবে। টাচ বারটি একটি অনুভূমিক OLED টাচস্ক্রিনে ছিল, যা বিভিন্ন শর্টকাটগুলির সাথে ফাংশন কী সারি হিসাবে রিপ্লেস হয়।
জানা গেছে অ্যাপল ম্যাকবুকে আসতে যাচ্ছে mini-LED Backlighting টেকনোলজি। ট্র্যাডিশনাল LCD টেকনোলজি থেকে নতুন এই টেকনোলজি স্ক্রিনকে করবে আরও ব্রাইট, দেবে আরও ডিপ ব্ল্যাক এবং উজ্জ্বল কালার। এছাড়াও ঘোষণা এসেছে M1 চিপ ব্যবহার করা হবে, 13.3 ইঞ্চির MacBook Pro, MacBook Air, এবং Mac mini তে।
-
টেকটিউনস টেকবুম - ০৩ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।