একজন টুইটার ইউজার একটি স্মার্টফোনে রান করতে সক্ষম হয়েছে Windows 10X কে। যাকে শুধু এক্সপেরিমেন্ট বললে ভুল হবে, এটি ছিল মোবাইল ডিভাইসে Windows 10X এর ক্ষমতা প্রদর্শন।
মাইক্রোসফট এখনো Windows 10X সম্পর্কে খুব বেশি কিছু জানায়নি, তবে কয়েক জায়গায় গুজব শুনা গেছে তারা মোবাইল ডিভাইসের জন্যও এই অপারেটিং সিস্টেম রেডি করছে। এর মধ্যে অনলাইনে চলে এসেছে দারুণ খবর, একজন টুইটার ইউজার স্মার্টফোনে Windows 10X চালাতে সক্ষম হয়েছে, একই সাথে সেই ছবি প্রকাশ করেছে নিজের টুইটার একাউন্টে।
মাইক্রোসফট এর সর্বশেষ তথ্য মতে তারা Windows 10X অপারেটিং সিস্টেমটি ডিজাইন করেছিল স্মার্টফোনে রান করানোর জন্য। যা ছিল স্মার্টফোনের উপযুক্ত Windows 10 এর মিনি ভার্সন। একই সাথে এই অপারেটিং সিস্টেমটি বাজারে আনার জন্য মাইক্রোসফট প্রাথমিকভাবে Surface Duo কে পছন্দ করেছিল, তবে অবাক করে দিয়েই Surface Duo বাজারে আসে অ্যান্ড্রয়েড ভার্সনে। আর ওইদিকে Windows 10X ডেভেলপমেন্ট স্টেজেই পড়ে থাকে।
আর এরই মধ্যে একজন ইউজার Windows 10X রান করিয়ে ফেলেছে Lumia 950 XL এ। টুইটারে জানিয়েছে তার অভিজ্ঞতা,
Two other pics, left shows the large taskbar option, right shows the small one. All previous pictures showed medium pic.twitter.com/YYtpw1TjTU
— Gustave Monce (@gus33000) January 20, 2021
উইন্ডোজ 10 এর সাথে পরিচিত যে কেউ জানে সেই ইউজার ইন্টারফেসটা কতটা পরিচিত, উইন্ডোজ 10 এর সম্পূর্ণ ভিন্ন শাখা হওয়া সত্ত্বেও সেই ইউজার এটি করে দেখিয়েছেন।
এখানে চমৎকার বিষয় হচ্ছে Windows 10X এমন একটি অপারেটিং সিস্টেম যা সব ডিভাইসেই মানিয়ে যাচ্ছে। এর আগে ডেভেলপাররা এটিকে ট্যাবলেটেও রান করিয়ে ছিল। ট্যাবলেটে ডিভাইসটি যেমন দেখা গিয়েছিল ফোনেও সেই রকমই দেখাচ্ছে। হয়তো মাইক্রোসফট এমন কোন অপারেটিং সিস্টেম তৈরি করতে স্মার্ট পদক্ষেপ নিয়েছে যা যেকোনো ডিভাইসে খাপ খাইয়ে নিতে পারে।
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনে ভাল ভাবেই রান হতে পারে রহস্যময় এই অপারেটিং সিস্টেমটি যদিও ২০২২ সালের দিকে ডুয়েল স্ক্রিনে এটিকে নিয়ে আসার পরিকল্পনা ছিল মাইক্রোসফটের।
বলা চলে Windows 10X এখনো প্রাইম-টাইমের জন্য প্রস্তুত নয়, তবে অনলাইনে প্রদর্শিত ইঙ্গিত এবং গুজব থেকে ধারণা করাই যায় স্মার্টফোনের জন্য খারাপ হবে না এই OS টি। একই সাথে শুনা যাচ্ছে এই Windows 10X অপারেটিং সিস্টেমটি ল্যাপটপের জন্যে আনারও পরিকল্পনা রয়েছে। আশা করছি মাইক্রোসফট খুব তাড়াতাড়ি এই অপারেটিং সিস্টেম নিয়ে মুখ খুলবে।
-
টেকটিউনস টেকবুম - ০২ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।