Windows 10X অপারেটিং সিস্টেমে আসছে শক্তিশালী Anti-Theft ফিচার

মাইক্রোসফট Windows 10X অপারেটিং সিস্টেমে নিয়ে আসতে চলেছে Anti-Theft ফিচার। নতুন ফিচার টি একটি Windows 10X ডিভাইসকে চুরি করতে এবং ইউজার ডেটা মুছে দেওয়া কষ্টকর হবে।

মাইক্রোসফট Windows 10 ডিভাইসের জন্য প্রকাশ করেছে কার্যকরী এক ফিচার বা একটি চুরি প্রতিরোধী প্রক্রিয়া। ভবিষ্যতে কোন চোরের পক্ষে, ডিভাইস চুরি করে লুকিয়ে ফেলা এবং ডিভাইসের ডেটা মুছে দেয়া কষ্টকর হবে।

Bleeping Computer এর রিপোর্ট অনুসারে, Windows 10X হিসাবে পরিচিত উইন্ডোজ 10 এর আসন্ন সংস্করণটিতে একটি নতুন Anti-Theft ফিচার অন্তর্ভুক্ত থাকবে। Anti-Theft ফিচারের মাধ্যমে ডিভাইসের সিস্টেম রিসেটের জন্য প্রয়োজন হবে ব্যবহারকারীর লিংক করা মাইক্রোসফট একাউন্ট।

বিষয়টি এমন হবে মাইক্রোসফট একাউন্ট ছাড়া পিসির "Reset this PC" ফিচারটি কাজ করবে না। তার মানে আপনার ডিভাইসটি চুরি হলে সেটিকে রিসেট করতে বা ডেটা মুছতে মাইক্রোসফট একাউন্ট লাগবে, এছাড়া কোন কিছু করা সম্ভব হবে না। লিগ্যাল ওয়েতে এটি কাজ করার জন্য প্রথমে ল্যাপটপটি আনলক করতে হবে, সেটি হতে পারে মাইক্রোসফট একাউন্ট বা লোকাল একাউন্ট।

মাইক্রোসফট পরিষ্কার ভাবে জানিয়েছে Windows 10X রিসেট করতে হয় মাইক্রোসফটের লোকাল একাউন্ট লাগবে অথবা মাইক্রোসফট একাউন্ট লাগবে। Anti-Theft সম্পর্কে মাইক্রোসফট লিখেছে, "Anti-theft Protection আপনার ডিভাইসটিকে পুনরায় সেট করতে এবং এটি পুনরায় ব্যবহার করতে বাধা দেয়। যখন Anti-theft Protection চালু থাকবে, তখন এই ডিভাইসটি পুনরায় সেট এবং পুনরায় ব্যবহার করার আগে আপনাকে আপনার পিন বা মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রবেশ করতে হবে। "

তবে এই প্রোটেকশন দিয়ে ডিভাইস চুরি একেবারে থেমে যাবে এটি বলা যায় না, হয়তো থার্ডপার্টি টুল বা লিনাক্স দিয়েও সিস্টেমে প্রবেশ করতে পারে কেউ। সেক্ষেত্রে ইউজারের পারসোনাল ডেটা হয়তো বেচে যাবে বা ফিজিক্যাল ভাবে ডিভাইসে তৃতীয় পক্ষ প্রবেশ করা রোধ করা সম্ভব হবে।

Windows 10X হচ্ছে মাইক্রোসফটের সর্বশেষতম অপারেটিং সিস্টেমে পরিণত হয়েছে, যা ট্র্যাডিশনাল ডিভাইস থেকে বেশ হালকা পাতলা অভিজ্ঞতা দিতে সাহায্য করে। এই অপারেটিং সিস্টেমটি মূলত ডুয়েল স্ক্রিনের ডিভাইস গুলোকে ফোকাস করে তৈরি করা হয়েছে যদিও এটি সিঙ্গেল স্ক্রিনেও চলতে পারে।

এখন অবধি দেখা Windows 10X এর কিছু স্ট্যান্ড-আউট ফিচার গুলোর মধ্যে ছিল, একটি নতুন স্টার্ট মেনু, টাস্ক-বারের অভিজ্ঞতা, সম্পূর্ণ নতুন অ্যাকশন সেন্টার, একটি নতুন ফাইল এক্সপ্লোরার অভিজ্ঞতা এবং ডুয়াল-স্ক্রিনের জন্য আরও কিছু সুবিধা।

-
টেকটিউনস টেকবুম - ০২ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস