যুক্তরাজ্যে চালু হয়েছে Facebook News ফিচার

ফেসবুক আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যে চালু করেছে Facebook News ফিচার। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য প্রথম দেশ যারা ফেসবুক নিউজ ট্যাব পেয়েছে।

জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের কাছে এই ফিচারটি প্রবর্তনের প্রায় ছয় মাস পরে, ফেসবুক যুক্তরাজ্যে তাদের নিউজ ট্যাব চালু করেছে। এর মাধ্যমে ফেসবুকের আন্তর্জাতিক নিউজ মার্কেটে প্রবেশের সূচনা হতে পারে।

ফেসবুক নিউজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন কিছু নয়, ২০২০ সালের নভেম্বরের ঘোষণায় ফেসবুকের প্রতিশ্রুতি অনুসারে, UK মোবাইল অ্যাপে ফেসবুক নিউজ ট্যাব এসেছে।

তবে ফেসবুক এর এই নিউজ ফিচারটি এখনো ডেক্সটপ ব্রাউজারের জন্য এভেইলেবল নয়, ইউজাররা শুধু মাত্র আইওএস এবং অ্যান্ড্রয়েডের ফেসবুক অ্যাপে এই ফিচারটি ব্যবহার করতে পারবে।

সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে আরও পারসোনালাইজড সংবাদ অভিজ্ঞতা দিতে এসেছে ফেসবুক নিউজ ট্যাবটি। এটি ব্যবহারকারীদের ২০০ টিরও বেশি উৎস এবং পৃষ্ঠাগুলি থেকে স্টোরি প্রদর্শন করে তাদের কাছে উপযুক্ত সংবাদটি নিয়ে আসবে।

Engadget রিপোর্ট করেছে, ফেসবুক যুক্তরাজ্যের সংবাদ সংস্থাগুলিকে নিবন্ধ লাইসেন্স দেওয়ার জন্য অর্থ প্রদান করছে। পার্টনার হিসেবে ফেসবুক নিউজ সার্ভিসে রয়েছে Channel 4 News, Daily Mail Group, এবং Sky News এর মত আউটলেট গুলো।

Archant, Iliffe, এবং JPI Media এর মত স্থানীয় কিছু নিউজ পোর্টাল গুলোও এই পদক্ষেপ গ্রহণ করছে। যারা লাইফ স্টাইল নিউজ পড়তে পছন্দ করে তাদের জন্য রয়েছে, Cosmopolitan, Glamour, এবং Vogue এর মত আউটলেট গুলো।

আপনি যদি ফেসবুকে কোনও প্রকাশনা লাইক নাও করেন বা অনুসরণ না করেন তারপরেও অ্যাপ্লিকেশনটি আপনার জন্য প্রাসঙ্গিক নিউজ প্রদর্শন করবে।  Upday নামে আরেকটি নিউজ সার্ভিসের সহযোগিতায় ফেসবুক "Signal" এর উপর ভিত্তি করে আপনার জন্য নিউজ ফিড তৈরি করবে। আপনার জন্য স্থানীয় প্রকাশিত নিউজ গুলোকে একত্র করে প্রদর্শন করা হবে।

তবে ফেসবুকের এমন পদক্ষেপ নতুন নয়, এর আগেও ফেসবুক একবার এই ফিচারটি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল এবং পরীক্ষামূলক ভাবে চালু করেছিল। এলগরিদম গত সমস্যার জন্য ফেসবুক তখন এই ফিচারটি সরিয়ে ফেলে।

ভুল তথ্য ইন্টারনেটে বরাবরই মতই বিপদজনক আশা করা যায় ফেসবুক এই বিষয়টি বিবেচনায় রাখবে। যেহেতু ফেসবুকের এই নিউজ ফিচারটি এখনো পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে তাই কবে নাগাত এটি বাংলাদেশে আসবে বলা যাচ্ছে না, তবে আসলে হয়তো হলুদ সংবাদের পরিমাণ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।

-
টেকটিউনস টেকবুম - ০২ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস