Samsung Galaxy S21 Ultra এর OLED ডিসপ্লে আগের জেনারেশনগুলির চেয়ে কম পাওয়ার ব্যবহার করবে। Samsung এর নতুন লো-পাওয়ার OLED প্রযুক্তি ব্যবহার করা এটিই প্রথম হ্যান্ডসেট।
Samsung তাদের Galaxy S21 এবং Galaxy S21 Ultra স্মার্টফোনগুলি ঘোষণা করার সময় ডিভাইস গুলো নিয়ে দারুণ আশাবাদী ছিল, জানিয়েছে বিস্তারিত বিবরণ। তবে ফাইনাল উপস্থাপনা চলাকালীন, সংস্থাটি তাদের নতুন লো-পাওয়ার OLED প্রযুক্তির অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেনি যা ফোনটিকে আগের জেনারেশনের তুলনায় কম শক্তি ব্যবহার করতে সহায়তা করবে।
Samsung একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আসন্ন Galaxy S21 Ultra এর নতুন OLED প্রযুক্তি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে, এবং মনে হচ্ছে এটি ফোনের পাওয়ার ব্যবহারের ক্ষেত্রে গেম-চেঞ্জার হতে পারে। Samsung বলেছে যে নতুন এই OLED প্রযুক্তি পাওয়ার ব্যবহারকে ১৬ শতাংশ হ্রাস করতে পারে।
জানা গেছে ফোনটি কেবল কম পাওয়ারই ব্যবহার করবে না, এটি কম পাওয়ারেই উজ্জ্বল আউটপুট তৈরি করতে পারবে। তবে নতুন এই ডিসপ্লে প্রযুক্তিটি কতটা তাৎপর্যপূর্ণ তা জানার আগে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে ফোনটির কাজটি দেখতে হবে। তবুও, যদি Samsung দাবিগুলি সঠিক হয়, তবে বলা যায় Galaxy S21 Ultra তে অতিরিক্ত ব্যয় করা মন্দ হবে না।
সম্প্রতি একাধিক লিকের পর অফিসিয়ালি ঘোষণা এসেছে Samsung Galaxy S21 Ultra স্মার্টফোনের। জানা গেছে ফোনটি বাজারে আসছে Galaxy S21, Galaxy S21+, Galaxy S21 Ultra নামে। ২০২১ সালের স্ট্যান্ডার্ড ফ্ল্যাগ-শিপ ফোন হিসেবে ফোন গুলোতে থাকতে পারে 5G কানেক্টিভিটি। ফোনটি একটি ভিন্ন ভাবে ডিজাইন করেছে Samsung, ক্যামেরা মডিউলটিতে দেয়া হয়েছে মেটালের ডিজাইন।
Galaxy S21 ফোনটি আসছে, Phantom Violet, Phantom Grey, Phantom Pink, এবং Phantom White কালারে একই সাথে Galaxy S21+ ফোনটি আসছে, Phantom Silver, Phantom Violet, Phantom Grey কালারে। Samsung জানিয়েছে ফোনটির Refresh Rate হবে 48Hz থেকে 120Hz। Galaxy S21 এর স্ক্রিন সাইজ হবে 6.2 ইঞ্চি এবং Galaxy S21+ এর সাইজ হবে 6.7 ইঞ্চি। উভয় ডিভাইসের স্ক্রিন দেয়া হয়েছে FHD+ রেজুলেশন।
বেশ কয়েকটি ওয়েবসাইট, পর্যালোচনার জন্য Galaxy S21 Ultra হাতে পেয়েছে এবং ডিভাইসটি ইতিমধ্যে প্রশংসনীয় স্কোর অর্জন করেছে। আপনি যদি নতুন ফোন নিতে চান তাহলে নতুন প্রযুক্তির এই চমৎকার ফোনটি বিবেচনায় রাখতে পারেন৷
-
টেকটিউনস টেকবুম - ০২ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।