Tweetbot 6 নিয়ে এসেছে নতুন বিজনেস মডেল

সম্প্রতি Tapbots, আইফোন এবং আইপ্যাডের জন্য Tweetbot 6 চালু করেছে, তবে ইউজাররা খুব একটা খুশি নয় তাদের সার্ভিস নিয়ে।

Tweetbot 6 এখন প্রথম দিকের অ্যাক্সেসের জন্য এভেইলেবল, তবে এর নতুন সাবস্ক্রিপশন মডেলটি সবার পছন্দ হয় নি। তবুও, নতুন সংস্করণে Tweetbot 5 এর সকল কিছু রয়েছে।

সবচেয়ে ভাল থার্ডপার্টি টুইটার ক্লায়েন্টের একটি সর্বশেষতম সংস্করণ হচ্ছে Tweetbot 6। এটি সাবস্ক্রিপশনের জন্য এখন প্রতিমাসে ০.৯৯ ডলার এবং বছরে খরচ হবে ৫.৯৯ ডলার।

অ্যাপটির ওয়েবসাইট বলছে, "আমরা এটিকে প্রথম দিকের অ্যাক্সেস বলছি কারণ আমাদের রোডম্যাপে আরও অনেকগুলি নতুন ফিচার তৈরি করা আছে, " জানা গেছে এটি টুইটারের v2 API ব্যবহার করবে। ইউজাররা চাইলে বিনামূল্যে Tweetbot 6 ব্যবহার করতে পারবে তবে তারা যদি স্ক্রুল করা ছাড়া বাড়তি কিছু করতে চায় তাহলে তাদের সাবস্ক্রিপশন করতে হবে।

এই আপডেটটির আগে এই থার্ডপার্টি টুইটার ক্লাইয়েন্টি, যা Tweetbot 5 নামে পরিচিত ছিল, এককালীন ৪.৯৯ ডলার দিয়েই আইফোন এবং আইপ্যাডের জন্য ব্যবহার করা যেতো। হটাৎ করে এই সার্ভিসটির বিজনেস মডেল হতাশ করেছে এর পূর্ববর্তী ইউজারদের।

গত কিছু দিন আগে Tapbots টুইটারের মাধ্যমে তাদের এই Tweetbot 6 রিলিজের ঘোষণা দেয়৷

https://twitter.com/iPod_David/status/1354189274581708803?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1354189274581708803%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.makeuseof.com%2Ftweetbot-6-new-subscription-model%2F

এছাড়া সম্প্রতি খবর পাওয়া গিয়েছে, নিউজলেটার সাবস্ক্রিপশন পরিষেবা Revue অর্জনের মাত্র কয়েক দিন পরে,  টুইটার এই অধিগ্রহণকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এর অর্থ হল আপনি সম্পূর্ণ নতুন উপায়ে আপনার ফলোয়ারদের কাছে নিউজলেটারের মাধ্যমে পৌঁছাতে পারবেন।

জানা গেছে Revue টুইটারে একাধিক ফিচার নিয়ে আসতে চলেছে, নিউজলেটার শিডিউল এবং ক্রিয়েট করা যাবে, টুইটের সাথে Embed করা যাবে, এবং ফলোয়ারদের মাধ্যমে অর্থও উপার্জন করা যাবে৷ সম্ভবত Newsletters ফিচারটি সাইডবারে অবস্থান করবে। Bookmarks, Moments, Twitter Ads, এর পাশাপাশি থাকবে৷

সাবস্ক্রিপশন চার্জ বৃদ্ধি করার পরেও কিছু সাবস্ক্রাইবার এই মূল্যেও খুশি হয়েছে। তারা বলছে যেহেতু সুবিধা বাড়ানো হয়েছে সুতরাং চার্জ বৃদ্ধি করলেও সমস্যা নেই। আপনি যদি সম্প্রতি Tweetbot 5 কিনে থাকেন তাহলে আপনার জন্য সুখবর হচ্ছে সামনের এক বছর আপনি Tweetbot 6 ব্যবহার করতে পারবেন।

সাবস্ক্রিপশন মডেলটি প্রবর্তন করার মধ্য দিয়ে টুইটবোট আশাকরি এর নতুন সংস্করণটি আরও দুর্দান্ত করে তুলবে। অ্যাপ্লিকেশনটি আরও কার্যকারিতা অর্জন করার জন্যই মূলত এই নতুন বিজনেস মডেল নিয়ে এসেছে।

-
টেকটিউনস টেকবুম - ০২ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস