শিপমেন্ট শুরু হচ্ছে AirPods Max হেডফোনের ইয়ার কুশন এর

৫৪৯ ডলারের AirPods Max আপনার কাছে পুরনো বা বোরিং লাগছে? আপনার জন্য সুখবর হল মাত্র ৬৯ ডলার দিয়ে রিপ্লেস করে নিতে পারবেন AirPods Max এর কুশন (Cushions)। সম্প্রতি  MacRumors রিপোর্ট করেছে শিপমেন্ট শুরু হচ্ছে AirPods Max হেডফোনগুলোর স্ট্যান্ডেলোন রিপ্লেসমেন্ট ইয়ার কুশন।

প্রতি-জোড়া ইয়ার কুশন এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯ ডলার, একই সাথে এর রয়েছে Silver, Black, Green, Sky blue, এবং Red কালার ভার্সন। এর মধ্যে রৌপ্য এবং কালো ইয়ার কুশন গুলো কয়েকদিনের মধ্যে ইউজারদের কাছে শিপিং করা হচ্ছে। বর্তমানে কয়েক দিনের মধ্যে শিপিং করা হচ্ছে। বাকি কালারের ইয়ার কুশন গুলো শিপমেন্ট হতে কিছুটা সময় লাগতে পারে।

কুশন অদলবদল করার ক্ষমতা নতুন AirPods Max এর অন্যতম একটি বৈশিষ্ট্য। AirPods Max বাজারে এসেছিল গত ডিসেম্বরে। বাজারে আসার পর থেকে এটি এতটা জনপ্রিয়তা পাওয়া শুরু করে যে এর স্টক নিয়ে হিমশিম খেতে হয়েছে অ্যাপলকে।

২০২০ সালের ডিসেম্বরে বাজারে আসা প্রিমিয়াম এই হেডফোন গুলোর দাম ৫৪৯ ডলার হলেও সেগুলো হাতে পাওয়া কষ্টকর ছিল। ইউজারদের চাহিদার সাথে তাল মিলিয়ে বাজারে পর্যাপ্ত AirPods Max সরবরাহ করতে ব্যর্থ হয় অ্যাপল। সর্বশেষ Reuters এ দেয়া এক সাক্ষাৎকারে Tim Cook নিশ্চিত করেছেন ২০২১ সালের মার্চের শেষ এবং এপ্রিলের পর নতুন  শিপমেন্ট আসতে যাচ্ছে।

তবে জানা গেছে Amazon এর মত সেলারদের কাছে এখনো AirPods Max এভেইলেবল রয়েছে।

ব্যবহারকারীদের এই কুশনগুলিকে অদলবদল করার ক্ষমতা এয়ারপডস ম্যাক্সের আয়ু বাড়িয়ে দেবে। একই সাথে আরও স্মার্ট দেখাবে। ইউজাররা যখন খুশি ভিন্ন ভিন্ন কালারের ইয়ার কুশন ব্যবহার করতে পারবে।

ইয়ার কুশনগুলির জন্য পাঁচটি বিকল্প কালার অপশন এবং মূল চ্যাসিসের জন্য একই পাঁচটি রঙ এভেইলেবল রয়েছে, তাছাড়া পিক করতে ব্যবহাকারীরা পাবে ২৫ টি বিভিন্ন রঙের সংমিশ্রণ। মেগনেটের মাধ্যমে কুশন গুলো AirPods Max এর সাথে যুক্ত হবে।

আপনি যদি AirPods Max নিতে চান তাহলে অ্যাপল এর  Apple Online Store থেকে অর্ডার করতে পারেন। ৫৪৯ ডলারের ওয়্যারলেস AirPods Max হেডফোন হল অ্যাপল এর অতি-জনপ্রিয় AirPods ব্র্যান্ডের অংশ এবং অ্যাপলের প্রথম রিলিজ পাওয়া ওভার-ইয়ার হেডফোন।

-
টেকটিউনস টেকবুম - ৩১ জানুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস