অ্যাপলকে ফেসবুকের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবছে ফেসবুক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
ফেসবুক এর শুরুর দিন গুলো, যখন ফেসবুকের নাম ছিল Thefacebook তখন অ্যাপল, মার্ক জাকারবার্গকে অফার করেছিল যেন ফেসবুক, ডেডিকেটেড অ্যাপল পেজে ইউজাররা যোগ দিতে উৎসাহ প্রদান করে। বিনিময়ে অর্থ উপার্জনেরও সুযোগ দিয়েছিল অ্যাপল। আজ সেই অ্যাপলকে ফেসবুকের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবছে মার্ক জাকারবার্গ।
ফেসবুকের সর্বশেষ ত্রৈমাসিক বিনিয়োগকারী কলের সময় সিইও জুকারবার্গ অ্যাপলকে ফেসবুকের অন্যতম বড় প্রতিযোগী হিসাবে চিহ্নিত করেছে।
অ্যাপল এর নতুন প্রাইভাসি পলিসি App Tracking Transparency বা ATT প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে 9to5Mac জাকারবার্গের এই মন্তব্য তুলে ধরেছে। মার্ক জাকারবার্গ অ্যাপলের ATT প্রসঙ্গে মন্তব্য করে বলে, "অ্যাপল বলতে পারে যে তারা এই কাজটি লোকদের সহায়তা করার জন্য করছে তবে এই পদক্ষেপগুলি তাদের প্রতিযোগিতামূলক আচরণ স্পষ্টভাবে তুলে ধরে"।
এর আগে ফেসবুক অ্যাপলের ATT ফিচার নিয়ে কয়েকটি পূর্ণ পৃষ্ঠার বিবৃতি প্রকাশ করেছে। ফেসবুকজানিয়েছে অ্যাপলের এমন সিদ্ধান্ত ছোট ব্যবসায় গুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ, ছোট বিজনেস গুলো বিজ্ঞাপণের মাধ্যমে সম্ভব্য কাস্টমারদের কাছে পৌছাতো।
অ্যাপল সিইও Tim Cook, জুকারবার্গের মন্তব্যে সরাসরি সাড়া দেননি। তবে ২৮ শে জানুয়ারী ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা সম্মেলন CPDP তে এক বক্তব্যে বলেন, "এটি ইউজারদের পছন্দকে শক্তিশালী করা এবং বিজ্ঞাপণে ব্যবহারকারীর আস্থা বাড়ানোর একটি পথ"। বলা যায় ফেসবুকের নাম উল্লেখ না করেই তিনি তার জবাব দিয়ে দিয়েছেন।
Tim Cook তার বক্তব্যে আরও বলেন, অ্যাপল এ আমরা বিশ্বাস করি যে নৈতিক প্রযুক্তি এমন প্রযুক্তি যা আপনার পক্ষে কাজ করে। এটি এমন প্রযুক্তি যা আপনাকে ঘুমোতে দেয়, আপনাকে চাপে রাখে না। এটি আপনাকে জানায় যে আপনার কাছে যথেষ্ট রয়েছে। এটি আপনাকে ক্রিয়েট করতে, ড্র, লিখতে বা শেখার জন্য স্পেস দেয়"।
এই দুই টেক জায়ান্টের মধ্যে সংঘর্ষ মনে হয় না খুব শীঘ্রই হ্রাস পাবে। এই সংঘাত একই সাথে দুটি বিজনেস মডেলের মধ্যে।
অ্যাপলের নতুন ATT নিয়ে ফেসবুকের নেতিবাচক মন্তব্য থাকলেও, সম্প্রতি জানা গেছে এই ATT মানতে বাধ্য হচ্ছে গুগল। গুগল ব্লগ Post এর মাধ্যমে জানিয়েছে, তারা তাদের iOS অ্যাপ গুলোতে ATT এর প্রেক্ষিতে পরিবর্তন আনতে যাচ্ছে।
-
টেকটিউনস টেকবুম - ৩১ জানুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।