QAnon সমর্থকরা কন্সপাইরেসি থিউরি ছড়াতে ব্যবহার করছে TikTok এর ক্লোনকে

QAnon সমর্থকরা কন্সপাইরেসি থিউরি ছড়াতে এখন TikTok এর মত একটি প্ল্যাটফর্ম ব্যবহার করছে।

মুল ধারার সোশ্যাল মিডিয়া গুলো থেকে নিষিদ্ধ হবার পর এবার QAnon সমর্থকরা ব্যবহার করছে Clapper নামে TikTok এর মত একটি প্ল্যাটফর্ম। এখানে বলে রাখা ভাল, QAnon হচ্ছে ডান পন্থি একটি গ্রুপ যারা কন্সপাইরেসি থিউরি ছড়ায়। কন্সপাইরেসি থিউরি ছড়ানো এই গ্রুপটি সাম্প্রতিক সময় গুলোতে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

QAnon বিশ্বাসীরা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেওয়ার জন্য "ফ্রি স্পিচ ভিডিও প্ল্যাটফর্ম" Clapper এর সাহায্য নিচ্ছে। তারা ছড়াচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার, ব্যবসায় এবং মিডিয়াতে অপরাধীদের একটি গোষ্ঠীর বিরুদ্ধে গোপন যুদ্ধ ডাক দিয়েছেন।

জানা গেছে গত দুই সপ্তাহে Clapper অ্যাপকে ডাউনলোড করা হয়েছে ৫ লক্ষ বারেরও বেশি সময়। এখানে উল্লেখ্য জানুয়ারি মাসের শুরুতে টুইটার ৭০০০০, QAnon একাউন্ট তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয়, তারপরেই এই দলটি ঝুকেছে Clapper এর দিকে।

তবে QAnon নতুন কোন কন্সপাইরেসি গ্রুপ নয় গত বছরের অক্টোবরে ফেসবুক QAnon রিলেটেড একাধিক গ্রুপ, পেজ, একাউন্ট ডিলিট করেছিল। Clapper প্ল্যাটফর্মটি মূলত TikTok এর মত যেখানে শর্টফর্ম ভিডিও শেয়ার করা হয়, ইউজার ইন্টারফেসটিও TikTok এর মতই। Clapper ডাউনলোডের পর আপনি জনপ্রিয় ভিডিও গুলো For You লেভেলে দেখতে পাবেন। এখানে বিভিন্ন ট্যাগের মাধ্যমে আলোচিত ভিডিও গুলো খুঁজে পাওয়া যায়।

কয়েকটি সোশ্যাল মিডিয়া থেকে ব্যান হওয়া এই কন্সপাইরেসি থিউরি ছড়ানো এই গ্রুপকে Clapper কিভাবে দেখছে, তারাও কি এটিকে ব্যান করবে? এর জবাবে Clapper এর CEO, এবং সহপ্রতিষ্ঠাতা Edison Chen, The verge কে জানিয়েছেন, "প্রচুর রক্ষণশীল এবং রাজনৈতিক লোক রয়েছে। আমি মনে করি তারা এখানে সেন্সরশিপ কম অনুভব করছে এবং তাদের অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের অ্যাপ্লিকেশনটিতে থাকা কিছু ব্যবহারকারী QAnon সম্পর্কে অনেক কথা বলছেন, তারা এখনও আমাদের সম্প্রদায়ের নির্দেশিকাগুলির বিপক্ষে কিনা তা আমরা আরও তদন্ত করার জন্য এখনও কাজ করছি"।

১০ জানুয়ারী, Clapper টুইটারে US ক্যাপিটাল অভিযান সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করেছিল,

যাই হোক আপাতত, Clapper রক্ষণশীল এবং রাজনৈতিক লোকদের মত প্রকাশের সুযোগ করে দিচ্ছে। ভবিষ্যতে হয়তো ব্যান করতে পারে তবে এখন ধরনা করা যায়, তারা বর্তমানে তাদের জনপ্রিয়তা বৃদ্ধিকে কেবল গুরুত্ব দিচ্ছে।

-
টেকটিউনস টেকবুম - ৩১ জানুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস