সময়মত নির্দিষ্ট আর্টিকেল পড়ার সুবিধার কথা ভেবে Google Chrome নিয়ে আসতে চলেছে Read Later ফিচার।
আপনার হাতে যদি পড়ার মত প্রচুর আর্টিকেল থাকে, কিন্তু সেগুলো পড়তে পর্যাপ্ত সময় না পান, তাহলে সেগুলো পরে পড়ার ব্যবস্থা করলে কেমন হবে? আসলেই দারুণ হবার কথা, আর গুগল ক্রোম এমন একটি আপডেট নিয়ে কাজ করছে, যাতে করে আপনি আর্টিকেল গুলো বুকমার্ক না করে পরবর্তীতে পড়তে পারবেন।
গুগল ক্রোমের নতুন "Read Later" আপডেটের খবর প্রথম প্রকাশ করে XDA Developers। Google Chrome এ এমন আপডেট আসতে যাচ্ছে যাতে করে ব্রাউজারে এড হবে দারুণ এই ফিচারটি।
বর্তমানে, গুগল ক্রোমের ক্যানারি বিল্ডে এই ফিচারটি ডিফল্ট ভাবে এনেভল হয়েছে। ক্যানারি বিল্ড আপডেটগুলি পেয়েছে যা আগের রাতে কোড করা হয়েছিল, সুতরাং এটি এখনো স্ট্যাবল নয়। তবে যারা আপডেটটি একবার দেখে নিতে চান তাদের জন্য এটি উপায় হতে পারে।
এই মুহূর্তে, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোমের ক্যানারি ভার্সন চালান তাহলে URL দীর্ঘসময় চেয়ে রাখুন দেখবেন নিচের দিকে Read Later অপশন শো করছে। এটি মূলত বুকমার্কের মতই কাজ করবে, আপনি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো সেভ করে রাখতে পারবেন।
অনেকে প্রশ্ন করতে পারেন যদি বুকমার্কের মতই হবে তবে আলাদা করে কেন এই ফিচার লাগবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, Read Later ফিচারে আপনি কোন আর্টিকেল সেভ করলে সেটি অফলাইনেও পড়া যাবে, বুকমার্কে যে সুবিধাটি থাকে না। Read Later ব্যবহারের আরেকটি কারণ হতে পারে, বুকমার্ক আমরা ব্যবহার করি দীর্ঘ সময় ব্যবহারের জন্য আর এটি ব্যবহার করব স্বল্প সময়ের জন্য। যখন আপনার পড়া শেষ আপনি সেটি রিমুভ করে দিতে পারবেন।
যাদের ক্রোমের Experimental ফিচার সম্পর্কে ধারণা আছে তাদের জন্য সুখবর হচ্ছে আপনি হয়তো এই ফিচারটি যেকোনো সময় এনেভল করতে পারেন আপনাকে ক্যানারি বিল্ডও ব্যবহার করতে হবে না। এটি করার জন্য প্রথমে URL এ টাইপ করুন chrome://flags/#read-later এবং Read Later ফিচারটি এনেভল করে দিন৷
Experimental ফিচারটি যেহেতু পুরোটাই একটা ম্যানুয়াল বিষয় এবং সবাই এটি পরিবর্তন করতে চায় না সুতরাং আপনি অফিসিয়ালি লঞ্চ পর্যন্তও অপেক্ষা করতে পারেন।
-
টেকটিউনস টেকবুম - ৩১ জানুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।