মাইক্রোসফট আপডেট করেছে তাদের Touch Keyboard

সম্প্রতি জানা গেছে মাইক্রোসফট উন্নত করছে তাদের Touch Keyboard ফিচারটি আর এর প্রমাণ মিলেছে Winodows 10 Insider Build 21301 ভার্সনে।

মাইক্রোসফট এর Windows 10 অপারেটিং সিস্টেমে Touch Keyboard ফিচারটি বেশ উপকারী। Touch Keyboard কে বলা যায় টাইপ করার একটি সহজ উপায়, যখন আপনার হাতের কাছে কোন কীবোর্ড থাকবে না। সৌভাগ্যক্রমে, মাইক্রোসফট তাদের Insider বিল্ডে কিছু আপডেট নিয়ে এসেছে যাতে যুক্ত ছিল Touch Keyboard এরও আপডেট।

Touch Keyboard এর পরিবর্তনগুলি Build 21301, এর অংশ, যা মাইক্রোসফট Windows Blogs এ ঘোষণা করেছিল। এই আপডেটে পরিবর্তন হতে চলেছে অনেক কিছু৷

Touch Keyboard সম্পর্কে, মাইক্রোসফট নিম্নলিখিত প্যাচ নোট শেয়ার করেছে:

"কীবোর্ডটি আনডক করার সময় এটি এখন ছোট কীবোর্ড লেআউটে সুইচ করবে এবং আপনি কীবোর্ডের শীর্ষে গ্রিপার অঞ্চলটি ব্যবহার করে সহজেই কীবোর্ডটিকে স্থানান্তর করতে পারবেন। ছোট এবং বিভক্ত লেআউটগুলি ফিচার আপডেটকে নির্দেশ করে। সেটিংস মেনু এখন আরও সহজ এবং পরিষ্কার"।

আপনি যখন পাসওয়ার্ড লিখতে এটি ব্যবহার করবেন তখন টাচ কীবোর্ডটিও একটি টাচ-আপ পাবে। আপনি পাসওয়ার্ড লিখার ক্ষেত্রে ভিজ্যুয়াল কীপ্রেস চালু করতে পারবেন।

তবে এই আপডেটে কেবল কিবোর্ডকেই গুরুত্ব দেয়া হয়েছে এমনটি নয়৷ একই সাথে টাস্ক-বার, সিকিউরিটি, ফাইল এক্সপ্লোরারেও আপডেট আনা হয়েছে। বেশ কিছু বাগ ফিক্স করার সাথে সাথে আরও স্ট্যাবেলিটি নিশ্চিত করা হয়েছে৷ তবে এখানে বলে রাখা ভাল এই আপডেট গুলো অফিসিয়াল উইন্ডোজ আপডেটে আসবে না। শুধু মাত্র Insider মেম্বাররা এই আপডেট গুলো পাবে।

উইন্ডোজ Insider প্রোগ্রাম এমন একটি ব্যবস্থা যেখানে মেম্বাররা অফিসিয়ালি লঞ্চ হবার আগেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন নতুন ফিচার ব্যবহার করতে পারে। তবে এখানে বেশ কয়েকটি ধাপ রয়েছে। মাইক্রোসফট সাজেস্ট করে ডেভেলপাররা এই Insider প্রোগ্রামের অন্তর্ভুক্ত হবে, যার মাধ্যমে তারা নতুন প্রকাশিত উইন্ডোজ ভার্সন সম্পর্কে ফিডব্যাক দেবে এবং ভার্সন উন্নত করতে সহায়তা করবে৷ আপনাকে একটি বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে হবে যে, এই প্রোগ্রামটি কেবল মাত্র এক্সপার্ট লেভেল ইউজারদের জন্য৷

স্বাভাবিক ভার্সন থেকে Insider ভার্সন গুলো বেশ নাজুক হয়, স্ট্যাবেলিটি কম থাকে, বিভিন্ন বাগ থাকতে পারে। আপনি যদি সফটওয়্যার বিষয়ে ভাল ধারণা না রাখেন তাহলে Insider ভার্সন না ইন্সটল দেওয়ায় ভাল। একই সাথে ব্যবসায়ীক কাজে ব্যবহৃত কোন পিসিতে কখনো Insider ভার্সন ইন্সটল করতে যাবেন না।

-
টেকটিউনস টেকবুম - ৩১ জানুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস