অ্যাপল এর প্রধান নির্বাহী Tim Cook বলেছেন অ্যাপল এর নতুন ওভার-ইয়ার হেডফোন AirPods Max এর সাপ্লাই ঘাটতি ২০২২ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত চলতে পারে।
সম্প্রতি জানা গেছে অ্যাপল এর প্রিমিয়াম দামের ওভার-ইয়ার হেডফোনগুলি যা AirPods Max নামে পরিচিত, বাজারে সকলের চাহিদা মেটাতে আসতে আরও কয়েকমাস দেরি হবে। অ্যাপল জানিয়েছে তারা দ্রুত সীমাবদ্ধতা গুলো নিয়ে কাজ করছে।
২০২০ সালের ডিসেম্বরে বাজারে আসা প্রিমিয়াম এই হেডফোন গুলোর দাম ৫৪৯ ডলার হলেও সেগুলো হাতে পাওয়া কষ্টকর ছিল। ইউজারদের চাহিদার সাথে তাল মিলিয়ে বাজারে পর্যাপ্ত AirPods Max সরবরাহ করতে ব্যর্থ হয় অ্যাপল। সর্বশেষ Reuters এ দেয়া এক সাক্ষাৎকারে Tim Cook নিশ্চিত করেছেন এই কোয়াটারে আর ঘাটতি পূরণ করা সম্ভব নয়।
বলা যায় ২০২১ সালের মার্চের শেষ এবং এপ্রিলের আগে নতুন কোন শিপমেন্ট আসতে যাচ্ছে না। তবে জানা গেছে Amazon এর মত সেলারদের কাছে এখনো AirPods Max এভেইলেবল রয়েছে।
১৫৯ ডলারের AirPods এবং মিড-রেঞ্জের নয়েজ ক্যান্সেলিং ১৯৯ ডলারের AirPods Pro এর পাশাপাশি AirPods Max বাজারের প্রিমিয়াম সেগমেন্টন্টি দখল করে রয়েছে।
অ্যাপল এখন তার অনলাইন স্টোরে AirPods Max এর রিপ্লেসমেন্ট ইয়ার কুশন বিক্রি শুরু করেছে। আপনি নিজের AirPods Max কে ভিন্ন কালারে দেখতে চাইলে আলাদা রঙে সেগুলো কিনতে পারেন৷ বর্তমানে ইয়ার কুশন গুলো Silver, Green, Black, Sky Blue, এবং Red কালারে পাওয়া যাচ্ছে। এই ইয়ার কুশনগুলি আপনার এয়ারপডস ম্যাক্সের কানের কাপগুলিতে চৌম্বকীয়ভাবে সংযুক্ত করবে। প্রতি জোড়া কুশনের দাম ধরা হয়েছে ৬৯ ডলার।
Tim Cook, সম্প্রতি জানিয়েছে ২০২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে অ্যাপল এর আয় হয়েছে ১০০ বিলিয়নের উপরে। অ্যাপলের সকল প্রোডাক্ট ক্যাটাগরিতে ডাবল ডিজিট বিক্রয় বৃদ্ধি পেয়েছে। Apple Watch, AirPods সহ তাদের সকল পরিধেয় সামগ্রীতে আয়ের পরিমাণ ছিল ১২.৯৭ ডলার৷
প্রান্তিকের জন্য আইফোনের আয় দাঁড়িয়েছে, ৬৫.৬০ ডলার যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৭%। এদিকে, ম্যাকের আয় ২১% বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৮ বিলিয়ন ডলার, আইপ্যাডের আয় বেড়েছে ৪১% যার পরিমাণ ৮.৪৪ বিলিয়ন ডলার, এবং সার্ভিসে (এতে অ্যাপল মিউজিক, অ্যাপ স্টোর এবং অন্যান্যদের আয় রয়েছে) আয় ২৪% বেড়েছে যার পরিমাণ ১৫.৭৬ বিলিয়ন ডলার। অন্যান্য পণ্য, যেমন Airpod এবং apple watch, আগের বছরের তুলনায় ২৯% বৃদ্ধি পেয়ে ১২.৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
-
টেকটিউনস টেকবুম - ৩০ জানুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।