এখন থেকে আপনার WhatsApp একাউন্ট ডেস্কটপ বা ওয়েব অ্যাপ্লিকেশনে লিংক করতে, মোবাইল ডিভাইসের মাধ্যমে আপনার আইডেন্টেকটিউনস নিশ্চিত করতে হবে।
সম্প্রতি জানা গেছে WhatsApp তার ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলিতে অ্যাকাউন্ট লিংক প্রক্রিয়াটির জন্য একাধিক সিকিউরিটি লেয়ার যুক্ত করেছে। এখন আপনাকে Biometric Authentication ব্যবহার করে আইডেন্টেকটিউনস নিশ্চিত করতে হবে।
WhatsApp এর নতুন সুরক্ষা নীতি অন্য কাউকে আপনার WhatsApp অ্যাকাউন্ট অ্যাক্সেস করা থেকে বিরত রাখতে সহায়তা করবে। হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনে Biometric Authentication এর গুজব ২০২০ সালের সেপ্টেম্বর থেকে শুনা গেলেও শেষ এটি বাস্তবায়িত হয়েছে।
আপনি যখন ডেস্কটপ বা ওয়েবে হোয়াটসঅ্যাপে সাইন ইন করার চেষ্টা করবেন, আপনাকে আপনার মোবাইল ডিভাইসের মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য অনুরোধ করা হবে।
এটি আপনার স্ক্রিনে প্রদর্শিত কিউআর কোড স্ক্যানের পাশাপাশি প্রদর্শিত হবে। পূর্বে এখানে শুধুমাত্র কিউআর কোড ভেরিফিকেশন মেথড থাকলেও এটি আপডেট করা হয়েছে।
যদি আপনার ফোনে Biometric Authentication থাকে তাহলে মোবাইল ডিভাইস থেকে আপনার আঙুলের ছাপ বা মুখ স্ক্যান করতে হবে। এটি করার পরে, আপনি পিসি বা ওয়েব অ্যাপ্লিকেশনে আপনার WhatsApp অ্যাকাউন্ট অ্যাক্সেস পাবেন।
এই সুরক্ষা ফিচারটি অ্যান্ড্রয়েডে Biometric Authentication এর পাশাপাশি আইওএস 14 এবং তারপরের আইফোনে ফেস আইডি এবং টাচ আইডির সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে যদি আপনার ফোনে Biometric Authentication না থাকে তাহলে আগের নিয়মেই একাউন্টে প্রবেশ করা যাবে।
WhatsApp জোর দিয়ে বলেছে এই ফিচারটি অ্যাপকে ইউজারের বায়োমেট্রিক ডেটা দেখতে দেবে না। হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটের FAQ পেজে বলা হয়েছে " বায়োমেট্রিক ডেটা ডিভাইসের অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হবে, অ্যাপ এর এক্সেস পাবে না। তারা আরও বলেছে Biometric Authentication প্রক্রিয়া হোয়াটসঅ্যাপ থেকে সম্পূর্ণ পৃথক।
হোয়াটসঅ্যাপ ২০২১ জানুয়ারিতে একটি নতুন গোপনীয়তা নীতি উন্মোচন করেছে যা ব্যবহারকারীদের ফেসবুকের সাথে ডেটা শেয়ার করতে বাধ্য করবে। সম্প্রতি WhatsApp এর নেয়া এই সকল সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউজাররা এটি ব্যবহারে সংশয় প্রকাশ করছে।
ফেসবুকের সাথে ডেটা শেয়ার করার বিষয়টি আছেই একই সাথে নতুন Biometric Authentication এর মত সিকিউরিটি আপডেটের পর, ইউজাররা WhatsApp এর প্রতি কতটা লয়্যাল থাকবে এটাই এখন দেখার বিষয়।
-
টেকটিউনস টেকবুম - ৩০ জানুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।