আপনার আইফোনের জেনুইন ক্যামেরা না থাকলে সতর্ক করে দেবে ফোনের নোটিফিকেশন।
আপনার আইফোনটি আপনাকে এখন সেটিংস অ্যাপ্লিকেশনে নোটিফিকেশন প্রেরণ করবে, যদি এটি সনাক্ত করতে পারে যে ক্যামেরাটি অরিজিনাল নয়। আপনার আইফোন মেরামত করা হলেও জানতে পারবেন যে ক্যামেরাটি সেট করা হয়েছে সেটি আসল নাকি নকল।
অ্যাপল এই ফিচারটি আইওএস, আইপ্যাড এবং আইপড টাচ ব্যবহারকারীদের কাছে iOS 14.4 এবং আইপ্যাডস 14.4 সফ্টওয়্যার আপডেটের সাথে প্রকাশ করেছে। যদি আপনার ডিভাইসটি ল্যাটেস্ট আপডেটে রান হয় এবং কেউ নকল ক্যামেরা সেট করে থাকে তাহলে আপনিও নোটিফিকেশন পাবেন।
iPhone 12, iPhone 12 mini, iPhone 12 Pro, এবং iPhone 12 Pro Max মডেলের আইফোন গুলোতে নিম্নরূপ নোটিফিকেশনটি শো করবে, তবে পুরনো আইফোন গুলোতে এই ফিচারটি কাজ করবে না,
"Unable to verify this iPhone has a genuine Apple camera"
তবে উপর্যুক্ত নোটিফিকেশন শো করলেও একজন ইউজার ফোনটি ব্যবহার করতে পারবে, ফোন ব্যবহারে কোন বাধার সৃষ্টি হবে না। জানা গেছে ইউজারদের সতর্ক করতেই কেবল এই নোটিফিকেশন ফিচারটি যুক্ত করা হয়েছে।
অ্যাপল এর ওয়েবসাইটের সাপোর্ট ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে, "আইফোনেট ক্যামেরা সর্বোত্তম পারফরম্যান্স এবং মানের জন্য আইওএস সফটওয়্যারটির সাথে একত্রে সেট করা হয়। নকল ক্যামেরা সামঞ্জস্যতা বা পারফরম্যান্স সমস্যার কারণ হতে পারে"।
সাপোর্ট ডকুমেন্ট অনুযায়ী আইফোনে আসল ক্যামেরা না সেট করা হলে নিচের সমস্যা গুলো দেখা দিতে পারে,
ক্যামেরা ঠিক মত ফোকাস হবে না এবং ছবি Sharp হবে না
একই সাথে অ্যাপল তাদের সাপোর্ট ডকুমেন্টে অরিজিনাল ক্যামেরার গুরুত্ব তুলে ধরেছে।
ক্যামেরা নোটিফিকেশন ফিচারটি আইফোনের পূর্বের ব্যাটারি এবং ডিসপ্লে নোটিফিকেশনটির মতই, যেখানে আসল ব্যাটারি বা ডিসপ্লে ব্যবহার না করা হলে নোটিফিকেশন শো করানো হতো। নতুন ইউজারদের ক্ষেত্রে অ্যাপল নিশ্চিত করেছে এই ধরনের নোটিফিকেশনে ভয় পাবার কিছু নেই, কারণ এই নোটিফিকেশনে ডিভাইস অকার্যকর করা হবে না। নির্দিষ্ট হার্ডওয়্যার ছাড়া আইফোনটি দিয়ে সব কাজই কারা যাবে।
তো যদি আপনার বিক্রেতাও দাবী করে আইফোনের সকল কম্পোনেন্ট আসল তাহলে আপনিও সেটি যাচাই করে নিন।
-
টেকটিউনস টেকবুম - ৩০ জানুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।